Citroen C3: এসইউভিকে টক্কর দেবে এই হ্যাচব্যাক, নাম কী জানেন
ভারতে চলে এল ফরাসি সংস্থা সিট্রনের Citroen C3। দেশের বাজারে সিট্রনকে মূলধারার মঞ্চের নামানোর উদ্দেশ্যে লঞ্চ করা হয়েছে এই গাড়ি। জুলাইয়ের 20 তারিখে লঞ্চ হবে এই গাড়ি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসিট্রন এই গাড়িকে একটি প্রিমিয়াম হ্যাচব্যাক বলছে। কিন্তু 180 এমএম গ্রাউন্ড ক্লিয়ারেন্স হওয়ায় এটি আমাদের ক্রসওভারের মতো মনে হয়েছে। সি 3 অবশ্যই সামগ্রিক অনুপাতের দিক থেকে তার শ্রেণির অন্যতম সেরা গাড়ি।
সম্পূর্ণ ডিজিটাল ক্লাস্টার রয়েছে গাড়িতে। স্টিয়ারিং কন্ট্রোলের মধ্যেই পাবেন ফিচারের অনেক কিছু নিয়ন্ত্রণের সুবিধা।কেবিনের গুণমান আমাদের অবাক করেছে।
ভাল গ্রাউন্ড ক্লিয়ারেন্স হওয়া সত্ত্বেও সিট্রন প্রথম থেকেই দাবি করছে এটি কোনও এসইউভি নয়। তবে এর দরজাটি বড় ও প্রশস্ত হওয়ায় ঢুকতে বা বেরোতে কোনও ধরনের সমস্যা হয় না। অনেকটা বাইরের মতই কুল লুক পাবেন ভিতরে।
এই হ্যাচব্যাকের ইঞ্জিন মাত্র 10 সেকেন্ডে 0-100 কিমি/ঘণ্টার গতিবেগ তুলতে পারে। গাড়ি 110hp ও 190 Nm টর্ক তৈরি করে। খুব দ্রুত চললেও সমস্যা হয় না এই গাড়িতে। Citroen C3 review: চালাতে কেমন গাড়ি ?
ইঞ্জিনটি ভালভাবে টিউন করা হয়েছে। শহরে বিপুল পরিমাণ টর্ক থাকায় আপনি এটিকে অটোমেটিকে চালাতে পারবেন। কারণ তৃতীয় গিয়ারে যথেষ্ট বেশি টর্ক পাবেন চালক। চালকের বসার জায়গার কথা বললে এটি এসইউভি-র মতো দেখতে লাগে।
ড্যাশবোর্ডের রংও এখানে পরিবর্তন করতে পারেন। এমনিতে ধূসর রঙে ড্যাসবোর্ড দেখতে পারবেন গাড়িতে। কমলা রঙের ড্যাসবোর্ড কভার গাড়ির রংকে অন্য মাত্রা দিয়েছে। গুণমানের দিক থেকে প্রতিদ্ব্ন্দ্বীদের পিছনে ফেলে দেবে এই গাড়ি।
শহরে প্রায় 12 kmpl মাইলেজ দিতে পারবে এই গাড়ি। কোম্পানির দাবি, এই গাড়ি 20 kmpl এর কাছাকাছি মাইলেজ দেবে।সাসপেনশনের দিকেও নজর রেখেছে Citroen C3। খারাপ রাস্তাতেও মসৃণ অনুভূতি দেয় এই গাড়ি। 180 মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের পাশাপাশি হ্যাচব্যাক হলেও এতে এসইউভির দৃঢ়তা পাবেন।
আপনি এই গাড়িতে 1.2 লিটারের অ্যাসপিরেটেড পেট্রল বা আরও শক্তিশালী 1.2 লিটারের টার্বো পেট্রল পাবেন। আমরা আমাদের ড্রাইভের জন্য শক্তিশালী টার্বো সংস্করণটি বেছে নিয়েছিলাম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -