Dividend Stock: শেয়ারপিছু ১২০ টাকা ডিভিডেন্ড দেবে এই সংস্থা, কেনা থাকলে বিরাট মুনাফা
শেয়ার বাজারে মুনাফার পর মুনাফার সুযোগ। এই কয়েক মাসে বাজারের সূচক যেমন উপর দিকে ছুটেছে, তেমনি কিছু কিছু শেয়ার ধনী করেছে বিনিয়োগকারীদের। ছবি- ফ্রিপিক
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই সময়ে একে একে ২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ্যে আসছে সংস্থাগুলির আর তাতে অনেক সংস্থারই বিপুল মুনাফা দেখা গিয়েছে। ছবি- ফ্রিপিক
সংস্থার মুনাফা হলে তাঁর একটা অংশ লভ্যাংশ বা ডিভিডেন্ড হিসেবে শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করে দেয়। এবার সেভাবেই বিপুল অঙ্কের ডিভিডেন্ড দেবে হকিন্স কুকার। ছবি- ফ্রিপিক
কুকার প্রস্তুতকারী সংস্থা হকিন্স কুকার চতুর্থ ত্রৈমাসিকে বিপুল মুনাফা করেছে আর তাই রেকর্ড হারে ডিভিডেন্ড ঘোষণা করেছে এই সংস্থা। ছবি- ফ্রিপিক
প্রতি শেয়ারে ১২০ টাকা হারে ডিভিডেন্ড ঘোষণা করেছে এই সংস্থা। এর আগেও হকিন্স কুকারের পক্ষ থেকে বিপুল ডিভিডেন্ড দেওয়া হয়েছিল বিনিয়োগকারীদের। ছবি- ফ্রিপিক
এর আগে সংস্থা শেয়ারহোল্ডারদের ১০০ টাকা প্রতি শেয়ারে ডিভিডেন্ড দিয়েছিল। এই সংস্থার শেয়ারের ফেসভ্যালু এখন ১০ টাকা। ছবি- ফ্রিপিক
ফলে ১০ টাকা ফেসভ্যালুর শেয়ারে ১২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এই সংস্থা। আগামী ৫ অগস্ট সংস্থার সাধারণ সভায় এই ডিভিডেন্ড কবে দেওয়া হবে তার তারিখ জানানো হবে। ছবি- ফ্রিপিক
হকিন্স কুকারের স্টকে গত এক বছরে ১৯ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। আর বিগত দুই বছরের হিসেবে ৪৬ শতাংশ রিটার্ন এসেছে এই সংস্থার স্টকে। ছবি- ফ্রিপিক
মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -