Monsoon Update: বর্ষা ঢুকল কেরলে, বাংলায় কবে? জানাল হাওয়া অফিস
বর্ষা ঢুকল কেরলে, অপেক্ষায় বাংলা। কিছুদিনের মধ্যেই বাংলায় আগমন হতে পারে বলে খবর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১০ জুনের মধ্যে বঙ্গে পা রাখতে পারে বর্ষা, জানিয়েছে আবহাওয়া দফতর।
এর আগে ১৫ মে মৌসম ভবন জানিয়েছিল, ৩১ মে-র মধ্যে বর্ষা প্রবেশ করতে পারে কেরলে। নির্ধারিত সময়ের আগেই বর্ষা ঢুকল কেরলে।
আবহবিদরা বলছেন, ঘূর্ণিঝড় রেমাল বর্ষা প্রবেশে অনুঘটকের কাজ করেছে। শুধু কেরলই নয়, উত্তর পূর্ব ভারতেও আগেই প্রবেশ করছে বর্ষা।
গত কয়েকদিন ধরেই ভারী বর্ষণ হচ্ছিল কেরলে। ৫ জুন অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মণিপুর, অসমে বর্ষা ঢুকবে।
কেরলে বর্ষা প্রবেশে পাশাপাশি আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিন বঙ্গেও রয়েছে বর্ষণের পূর্বভাস।
আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যে শেষ দফার ভোটের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভোটের ফল ঘোষণার দিনও বৃষ্টি হবে বলে পূর্বাভাস।
জুন মাসের প্রথম চারদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার, কোথাও ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার হলুদ সতর্কতা রয়েছে।
আজ থেকে শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি, এই ৫ জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবেই উত্তরবঙ্গে এই বৃষ্টি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -