Income Tax: দীপাবলিতে সোনার গয়না কিংবা নগদ উপহার পেলে কর দিতে হবে সরকারকে ?
আর কয়েকদিন পরেই দীপাবলি উৎসব। অনেকেই এই উৎসবের মরশুমে প্রিয়জনকে কিছু না কিছু উপহার দেবেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোনার গয়না, নগদ টাকা কিংবা কোনো দামী উপহারও দিয়ে থাকেন অনেকেই। এই উপহারের জন্যও কি আলাদা করে কর দিতে হয় সরকারকে ?
ভারতে করদাতারা অনেকেই জানেন না উপহারের উপরেও কী ধরনের কর আরোপিত হয়ে থাকে। কত কর দিতে হয় ?
প্রথমে ১৯৫৮ সালের গিফট ট্যাক্স আইন মানা হত, পরে তা বাতিল করে ১৯৬১ সালের আয়কর আইনে উপহারের উপর কর আরোপের বিষয়টি বিস্তারিত আলোচনা করা হয়।
এই আইন অনুসারে, কোনো ব্যক্তি বা হিন্দু অবিভক্ত পরিবার কোনো নির্দিষ্ট অর্থবর্ষে ৫০ হাজার টাকার বেশি মূল্যের উপহার পেলে তা করযোগ্য হবে।
নগদ, চেক বা ব্যাঙ্ক ট্রান্সফার, গয়না, বুলিয়ন, শেয়ার, বাড়ি, জমি ইত্যাদি যাই উপহার দেওয়া হোক না কেন, এর মূল্য ৫০ হাজারের কম হলে তার উপর কর ধার্য হবে না।
কোনো আত্মীয়র থেকে এই উপহার পেলে তাতে কিছু ছাড় রয়েছে।
আইন অনুসারে কোনো ব্যক্তির স্ত্রী, ভাইবোন, বাবা-মা কিংবা ঠাকুরদা-ঠাকুমা, সন্তান, স্ত্রীয়ের ভাইবোন কিংবা বাবা-মা, শ্বশুর-শাশুড়ির কাছ থেকে পাওয়া উপহার করের আওতায় আসে না।
কোনো সংস্থায় চাকরি করছেন ? কোম্পানি থেকে পাওয়া উপহারেও কর আরোপ হতে পারে। নগদ টাকা দিলে তা প্রত্যক্ষভাবে করযোগ্য, কোনো ভাউচার, অ্যাপ্লায়েন্স, গ্যাজেট উপহার পেলে যার দাম ৫ হাজারের বেশি, তাতেও তা করযোগ্য হবে।
এছাড়া দীপাবলিতে কর্মীদের যে বোনাস দেওয়া হয়, তাও প্রত্যক্ষভাবে বেতনের অংশ হিসেবে করযোগ্য বিবেচিত হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -