LPG Cylinder: ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার ! কোথায় হল ঘোষণা ?
লাডলি বেহনা প্রকল্পের সুবিধাভোগীদের 450 টাকায় গ্যাস সিলিন্ডার সরবরাহ করবে মধ্যপ্রদেশ সরকার। লাডলি বেহনা প্রকল্পটি মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান চালু করেছিলেন। এটি একটি বড় পদক্ষেপ ছিল মধ্যপ্রদেশ সরকারের। সারা বছর ধরে এই সুবিধা পাবেন মহিলারা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজ্যসভায় একটি লিখিত উত্তরে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে 12 টি পর্যন্ত রিফিল করার জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY) সুবিধাভোগীদের জন্য প্রতি 14.2 কেজি এলপিজি সিলিন্ডারে 200 টাকার লক্ষ্যমাত্রা ভর্তুকি দিচ্ছে।
এর আগে কেন্দ্রীয় সরকার 30 আগস্ট, 2023 থেকে 14.2 কেজি এলপিজি সিলিন্ডার প্রতি 200 টাকা করে গার্হস্থ্য এলপিজির খুচরো বিক্রয় মূল্য কমিয়েছে।
5 অক্টোবর 2023 কেন্দ্র লক্ষ্যমাত্রা ভর্তুকি বাড়িয়ে টাকা করেছে। সব প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY) সুবিধাভোগীদের জন্য প্রতি 14.2 কেজি এলপিজি সিলিন্ডারে 300 টাকা। সরকার 9 মার্চ, 2024 থেকে প্রতি 14.2 কেজি সিলিন্ডারে গার্হস্থ্য এলপিজির আরএসপি 100 টাকা কমিয়েছে। এমনই জানিয়েছে মন্ত্রক।
দিল্লিতে গার্হস্থ্য এলপিজির বর্তমান খুচরো বিক্রয় মূল্য 803 টাকা প্রতি 14.2 কেজি সিলিন্ডার। প্রতি সিলিন্ডারে 300 টাকা লক্ষ্যমাত্রা ভর্তুকি দিয়ে (এবং 5 কেজি সিলিন্ডারের জন্য আনুপাতিকভাবে), PMUY গ্রাহকদের জন্য খরচ বর্তমানে প্রতি 14.2 কেজি সিলিন্ডারে (দিল্লিতে) 503 টাকা। মন্ত্রক থেকে এমনই বলা হয়েছে যোগ৷
সামনেই রাখি উৎসব। তার আগে এই ধরনের ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকারও। এই প্রকল্পের অধীনে মহারাষ্ট্র সরকার প্রতি মাসে দরিদ্র মহিলাদের ১৫০০ টাকা করে ভাতা দিয়ে থাকে।
এখন থেকে এই ভাতা দেওয়ার পাশাপাশি বছরে তিনটি করে এলপিজি সিলিন্ডার বিনামূল্যে দেবে এই সরকার। এই যোজনা খুব শীঘ্রই চালু হতে চলেছে।
দরিদ্র মহিলাদের খানিক সুরাহা দিতে কেন্দ্র সরকার ঘোষণা করেছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে ৩০০ টাকা করে ভর্তুকি আরও ৮ মাস অর্থাৎ ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত দেওয়া হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -