Gold Hallmark: এইভাবে সহজেই চিনুন সোনার আসল-নকল ?
সোনার গয়না কিনতে গিয়ে প্রায়শই এই প্রশ্ন উঁকি দেয় সবার মনে। প্রথমবার সোনা কিনতে গেলে কীভাবে বুঝবেন গয়নার আসল-নকল ? আপনি চাইলে কম সময়ের মধ্য়ে গয়নার হলমার্কিং খুঁজে পেতে পারেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহলমার্কিং হল সোনার বিশুদ্ধতার গ্যারান্টি। হলমার্ক হল প্রতিটি গয়নার উপর এক ধরনের চিহ্ন। মনে রাখবেন, সোনার অলঙ্কারগুলিতে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)এর প্রতীক থাকে, যা এর বিশুদ্ধতা নির্দেশ করে।
এর পাশাপাশি হলমার্কিং-এ পরীক্ষা কেন্দ্র ইত্যাদির তথ্য পাওয়া যায়। প্রতিটি অলঙ্কারে সোনার পরিমাণ কম-বেশি হয়,যা এর বিশুদ্ধতার উপর নির্ভর করে। কখনও কখনও সোনার দোকানগুলি কম ক্যারেটের গয়না দিয়ে বেশি ক্যারেটের দাম নেয়।
মূলত, প্রতারণার হাত থেকে মানুষকে বাঁচাতে সোনার গয়নাতে গোল্ড হলমার্কিং বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। এরপরও দেশের বাজারে ভেজাল সোনার অলঙ্কার বিক্রি হচ্ছে। হলমার্কিং ফেডারেশন অফ ইন্ডিয়া (এইচএফআই) বিশ্বাস করে, কিছু লোক সোনার গয়নাগুলিতে জাল হলমার্ক লাগিয়ে গ্রাহকদের প্রতারণা করে।
গত বছরের ১ জুলাই থেকে সোনার গয়নার হলমার্কিং সাইন পরিবর্তন করে তিনটি করেছে সরকার। প্রথম চিহ্নটি হল BIS হলমার্কের। এটি একটি ত্রিভুজাকার চিহ্ন।
দ্বিতীয় চিহ্নটি বিশুদ্ধতা সম্পর্কে জানায়। অর্থাৎ কত ক্যারেট সোনা দিয়ে গয়না তৈরি করা হয়েছে তা দেখায়।
তৃতীয় অক্ষরটি একটি ৬ সংখ্যার আলফানিউমেরিক কোড যাকে HUID নম্বর বলা হয়। HUID মানে হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর। অক্ষর ও সংখ্যা এই 6 সংখ্যা কোড অন্তর্ভুক্ত করা হয়।
হলমার্কিংয়ের সময় প্রতিটি গয়নাকে একটি HUID নম্বর বরাদ্দ করা হয়। এই সংখ্যাটি অনন্য। এর মানে হল, একই HUID নম্বরে দুটি গয়না থাকতে পারে না।
এই বিষয়ে ভারতীয় স্ট্যানডার্ডস ব্যুরো BIS কেয়ার অ্যাপ নামে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে হলমার্ক করা গয়না পরীক্ষা করতে পারেন। বিআইএস কেয়ার অ্যাপটি ডাউনলোড করে আপনাকে এতে আপনার নাম,ফোন নম্বর ও ইমেল আইডি দিতে হবে।
এর পরে আপনার মোবাইল নম্বর ও ইমেল আইডি OTT-র মাধ্যমে যাচাই করতে হবে। যাচাই করার পরই এই অ্যাপটি ব্যবহার করা যাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -