Shoes and Socks Care: শীতে জুতো-মোজার যত্ন নেবেন কী করে ?
জুতো সবসময় মুছে তবে জুতোর বাক্সে রাখুন। নতুবা গন্ধ বের হবে। এটা যেকোনও ঋতুতেই হতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচামড়ার জুতোয় বারবার বেকিং সোডা ব্যবহার করবেন না। তবে পুরনো মোজায় এক চামচ বেকিং সোজা নিয়ে গিট বেধে জুতোর ভিতরে রাখতে পারেন।
তবে শুধু গরমকালে নয়, শীতেও মোজায় গন্ধ হয়। কারণ অনেকেই পা গরম রাখতে মোজা পরে থাকেন দীর্ঘ সময়। তারপরেই গন্ধ বের হওয়ার সম্ভাবনা তৈরি হয়।
জুতোর মধ্যে এক টুকরো ফেব্রিক সফটনার সিট রাখতে পারেন। এতেও জুতোয় গন্ধ হবে না।
ফুটন্ত জলে টি ব্যাগ রেখে ২ মিনিট বাদে তুলে নিন। ঠান্ডা হলে জুতোর ভিতরে রেখে দিন। ১ ঘন্টা পর সরিয়ে জুতো ভাল করে মুছে নিন।
জুতো পরার আগে পায়ে বেবি পাউডার ব্যবহার করুন, পায়ে দুর্গন্ধ হবে না।
তবে দীর্ঘ সময় জুতো পরার পরে পায়ের যত্নও নিন। পায়ের ডেড সেল, নখ ভালো করে পরিষ্কার রাখুন।
স্নিকার জুতোয় সবণ ছিটিয়ে দিন। পরার আগে ভালো করে মুছে নিন। দুর্গন্ধ মুক্ত থাকবে।
তবে চামড়ার জুতো ভাল করে পালিশ করাটাও খুব জরুরী। তবে জুতোর দীর্ঘায়ু বাড়বে।
মোজায় কয়েকটি লবঙ্গ ফেলে রাখলেও, দুর্গন্ধ মুক্ত হবে। তবে মোজা বদলে বদলে পরবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -