Shoes and Socks Care: শীতে জুতো-মোজার যত্ন নেবেন কী করে ?

Shoes and Socks Care During Winter: গরমে তো বটেই, তবে শীতেও মোজা দুর্গন্ধ হয়। পরিচর্যা লাগে পোশাকআশাকের মতো জুতো মোজারও।

শীতে জুতো-মোজার যত্ন নেবেন কী করে ?

1/10
জুতো সবসময় মুছে তবে জুতোর বাক্সে রাখুন। নতুবা গন্ধ বের হবে। এটা যেকোনও ঋতুতেই হতে পারে।
2/10
চামড়ার জুতোয় বারবার বেকিং সোডা ব্যবহার করবেন না। তবে পুরনো মোজায় এক চামচ বেকিং সোজা নিয়ে গিট বেধে জুতোর ভিতরে রাখতে পারেন।
3/10
তবে শুধু গরমকালে নয়, শীতেও মোজায় গন্ধ হয়। কারণ অনেকেই পা গরম রাখতে মোজা পরে থাকেন দীর্ঘ সময়। তারপরেই গন্ধ বের হওয়ার সম্ভাবনা তৈরি হয়।
4/10
জুতোর মধ্যে এক টুকরো ফেব্রিক সফটনার সিট রাখতে পারেন। এতেও জুতোয় গন্ধ হবে না।
5/10
ফুটন্ত জলে টি ব্যাগ রেখে ২ মিনিট বাদে তুলে নিন। ঠান্ডা হলে জুতোর ভিতরে রেখে দিন। ১ ঘন্টা পর সরিয়ে জুতো ভাল করে মুছে নিন।
6/10
জুতো পরার আগে পায়ে বেবি পাউডার ব্যবহার করুন, পায়ে দুর্গন্ধ হবে না।
7/10
তবে দীর্ঘ সময় জুতো পরার পরে পায়ের যত্নও নিন। পায়ের ডেড সেল, নখ ভালো করে পরিষ্কার রাখুন।
8/10
স্নিকার জুতোয় সবণ ছিটিয়ে দিন। পরার আগে ভালো করে মুছে নিন। দুর্গন্ধ মুক্ত থাকবে।
9/10
তবে চামড়ার জুতো ভাল করে পালিশ করাটাও খুব জরুরী। তবে জুতোর দীর্ঘায়ু বাড়বে।
10/10
মোজায় কয়েকটি লবঙ্গ ফেলে রাখলেও, দুর্গন্ধ মুক্ত হবে। তবে মোজা বদলে বদলে পরবেন।
Sponsored Links by Taboola