Gold Price Today : সোনার দামে বড় বদল সপ্তাহের শেষে? দেখে নিন বিস্তারিত
বাঙালির কাছে সোনা মানেই শুভ। সোনা মানে লক্ষ্মী, সোনা সম্পদ। রোজই বদলায় সোনার দাম, বুঝবেন কীভাবে আজ বাজারে সোনা-রুপোর (Gold Silver Price) সঠিক দাম কত?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে, দাম ঠিক না ভুল? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়।
প্রতিদিন সোনা-রুপোর দাম (Gold Silver Rate) কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন । জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*
আজকের দর (১২ অগাস্ট, ২০২৩) শনিবার কলকাতায় ২৪ ক্যারেটের সোনার দাম (Indicative Hallmark Gold Jewellery ) (Fine Gold 995) রয়েছে প্রতি গ্রাম ৫৮৮০ টাকা।
এদিন ২২ ক্যারেটের সোনা কিনতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পড়বে ৫৬৮০ টাকা। এদিন ২২ ক্যারেটের সোনা বিক্রি করতে প্রতি ১ গ্রামের জন্য দাম পাওয়া যাবে ৫৩৫১ টাকা।
এদিন ১৮ ক্যারেটের সোনার দাম প্রতি ১ গ্রামে ৪৬৮০ টাকা, হিরের গয়না এই ১৮ ক্যারাটের সোনা দিয়ে গড়ানো হয়।
এদিন প্রতি ১ কেজি রুপো (৯৯৯)-এর দাম ৭০২৭৯ টাকা ,সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -