Gold Price Today In Bengal : ক্রমেই চড়ছে সোনা-রুপোর দাম, আজকের দাম দেখে নিন এক নজরে
বিয়ের মরশুমে সোনার দোকানে কেনাকাটি বাড়ে বৈকি। চলছে অঘ্রাণ মাস। বিয়ের দিন রয়েছে পরপর। এরপর পৌষ পার করে মাঘ ফাল্গুনে ফের বিয়ের দিন রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই সময় হালকা থেকে ভারী , সব ধরনের গয়নার বিক্রিই চলে। তাই একটু সস্তা কবে হবে সোনা, সেদিকে চোখ থাকে অনেকেরই।
প্রতিদিন সোনা-রুপোর (gold price) দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা। জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*
২৪ ক্যারেট (Fine Gold 995)সোনা সবথেকে খাঁটি সোনা। এই সোনা ১ গ্রামের দাম ৬১৫৪ টাকা।
২২ ক্যারেট সোনা গয়না তৈরিতে সবথেকে বেশি কাজে লাগে। এই সোনা কিনতে গেলে ১ গ্রামের দাম পড়বে ৫৯৪৫ টাকা।
২২ ক্যারেট সোনা গয়না তৈরিতে কাজে লাগে। এই সোনা যদি বিক্রি করেন কেউ, তাহলে ১ গ্রামের জন্য দাম পাবেন ৫৬০০ টাকা।
১৮ ক্যারেট সোনা লাগে হিরে ও পাথর সেটিংয়ের গয়না তৈরি করতে। এর ১ গ্রাম কিনতে দাম লাগে ৪৮৯২ টাকা।
রুপো (৯৯৯)র গয়নার শখ থাকে অনেকের। কেউ ১ কেজি রুপো কিনতে তাইলে খরচ পড়বে ৭৪১৬১ টাকা
- - - - - - - - - Advertisement - - - - - - - - -