Navdeep Saini Marriage: দীর্ঘদিনের প্রেম পেল পূর্ণতা, ক্রিকেটারের বিয়ের সাজে বলিউডের ছোঁয়া
সাত পাকে বাঁধা পড়লেন ভারতীয় ক্রিকেটার নভদীপ সাইনি (Navdeep Saini)। হরিয়ানার পেসার ঘরোয়া ক্রিকেটে খেলেন দিল্লির হয়ে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৩০ বছর বয়সে ২০১৯ সালে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক ঘটান। দীর্ঘদিনের বান্ধবী স্বাতী আস্থানাকে বিয়ে করলেন ডানহাতি পেসার।
তাঁর স্ত্রী স্বাতী পেশায় ভ্লগার। সাজপোশাক, ঘোরাঘুরি এবং জীবনযাত্রা নিয়ে ভ্লগিং করেন তিনি। তাঁর একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। সেখানে নিয়মিত ভিডিও পোস্ট করেন স্বাতী। এ ছাড়া ইনস্টাগ্রামেও বিভিন্ন সময়ে ভিডিও এবং ছবি পোস্ট করেন।
সোশ্যাল মিডিয়ায় নিজেই সুখবর দিয়েছেন আইপিএলে (IPL) এক সময় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) হয়ে খেলা পেসার। বিয়ের একাধিক ছবি পোস্ট করে নভদীপ লিখেছেন, 'তোমার সঙ্গে প্রত্যেক দিনই ভালবাসার দিন। আজ সিদ্ধান্ত নিলাম, আজীবন থাকব একসঙ্গে। সকলের আশীর্বাদ এবং ভালবাসা চাইছি। জীবনের একটা নতুন অধ্যায় শুরু করলাম।'
নবদম্পতির সাজে বলিউডের একাধিক তারকার বিয়ের পোশাকের ছোঁয়া। অফ হোয়াইট রংয়ের শেরওয়ানি পরেছিলেন নভদীপ। স্বাতীর লেহঙ্গাও সেই রংয়েরই।
রণবীর কপূর-আলিয়া ভট্ট, পরিণীতি চোপড়া-রাঘব চাড্ডা, বরুণ ধবন-নাতাশার বিয়েতেও দেখা গিয়েছিল একই রংয়ের ছোঁয়া। ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলি ও কে এল রাহুলের বিয়ের সাজও ছিল এমনই। বিরাট-অনুষ্কা, রাহুল-আথিয়ার বিয়ের সাজেও ছিল একই রঙ।
ভারতের বিশ্বকাপের দলে ছিলেন না। তবে নভদীপ সদ্য খেলেছেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। যদিও বল হাতে দুর্দান্ত কিছু করতে পারেননি।
তাঁর দল দিল্লি সেমিফাইনালে হেরে যায় পাঞ্জাবের কাছে। সেই ম্যাচে তিন ওভারে ৩২ রান দিয়েছিলেন সাইনি। গোটা প্রতিযোগিতায় সাত ম্যাচে মাত্র ৪টি উইকেট পেয়েছিলেন। ইরানি কাপে অবশিষ্ট ভারতের হয়ে খেলেছেন তিনি।
গত বারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে মাত্র ২টি ম্যাচ খেলেছিলেন নভদীপ। নিয়েছিলেন ৩টি উইকেট। ভারতের হয়ে টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
২০২১ অস্ট্রেলিয়া সফরে শেষ টেস্টে খেলেছিলেন তিনি। সেই সময়ে ভারতের প্রথম সারির অনেক ক্রিকেটার চোট পেয়েছিলেন বলে খেলানো হয়েছিল তাঁকে। তবে পরের দিকে আর সুযোগ পাননি। এবার কি স্ত্রী ভাগ্যে ফের জাতীয় দলের দরজা খুলবে নভদীপের?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -