Gold Price Today : সোমে কিনবেন সোনা? দোকানে যাওয়ার আগে জেনে নিন বাংলার বাজারে সোনার দাম
সোনার (Gold Price) সঙ্গে সৌভাগ্যের যোগ খুঁজে পান অনেকেই। সোনা অনেকের কাছে বিনিয়োগের উত্তম উপায়ও বটে। আর যে কোনও শুভ অনুষ্ঠানে সোনা কিনে সমৃদ্ধিকে ঘরে বাঁধতে চান অনেকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রতিদিনই ওঠানামা করে সোনার দাম। সোনার সঙ্গে জড়়িয়ে থাকে বাঙালির আবেগ। যে কোনও শুভ অনুষ্ঠানের আগে, শুভ সময়ে, পুজোর সময়ে অল্প হলেও সোনায় নজর থাকেই।
রোজই বদলায় সোনার দাম, বুঝবেন কীভাবে আজ বাজারে সোনা-রুপোর (Gold Silver Price) সঠিক দাম কত? দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে, দাম ঠিক না ভুল?
প্রতিদিন সোনা-রুপোর দাম (Gold Silver Rate) কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন । জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*
সোমবার কলকাতায় ২৪ ক্যারেটের সোনার দাম (Fine Gold 995) রয়েছে প্রতি গ্রাম ৫৯৩৯ টাকা।
এদিন ২২ ক্যারেটের সোনা কিনতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পড়বে ৫৭৩৭ টাকা। এদিন ২২ ক্যারেটের সোনা বেচতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পাওয়া যাবে ৫৪০৪ টাকা।
এদিন ১৮ ক্যারেটের সোনার দাম প্রতি ১ গ্রামে ৪৭২৭ টাকা, ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।
এদিন প্রতি ১ কেজি রূপা (৯৯৯)-এর দাম ৭৩৬৪৪ টাকা সোনা ও রূপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -