Gold Silver Price: সপ্তাহান্তে সোনা কিনতে কত খরচ হবে ? কতটা হেরফের হল সোনার দামে ?
সোনা কিনতে আজ কি বেশি খরচ হবে গ্রাহকদের ? আজ শনিবার কত দাম চলছে রাজ্যজুড়ে ? দেখে নিন রেটচার্ট। ছবি- পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএমন বাঙালি খুঁজে পাওয়া ভার দিনের শুরুতে সোনা-রুপোর দামের দিকে চোখ যায় না যাঁর। দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রূপার দর। প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু বুঝবেন কীভাবে আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম কত চলছে? ছবি- পিটিআই
দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে? দাম ঠিক না ভুল? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়। প্রতিদিন সোনা-রুপোর (Silver Price in Kolkata) দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা। ছবি- পিটিআই
আজ ২৭ এপ্রিল শনিবার দাম কী হল সোনার (Gold Rate Today)? শুক্রবারের তুলনায় ২৪ ক্যারাট সোনার দাম আজ আবার বেড়ে গিয়েছে। ছবি- পিটিআই
আজ গ্রাম প্রতি সোনার দাম বেড়ে হয়েছে ৭২৩২ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম হয়েছে ৬৯৮৬ টাকা। ছবি- পিটিআই
সোনা বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার জন্য আজ দাম পাবেন প্রতি গ্রামে ৬৫৮১ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম আজকের বাজারে ৫৭৫৬ টাকা। ছবি- পিটিআই
রুপোর দাম আজ আবার কমে গিয়েছে। আজকের রুপোর দাম ৮১,১২৬ টাকা প্রতি কেজিতে। ছবি- পিটিআই
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই। ছবি- পিটিআই
সোনার দাম কিছুটা কমেছিল এই সপ্তাহের শুরুর দিকে। কিন্তু আজ শনিবার সপ্তাহান্তে এসে ফের দাম বাড়ল সোনার। স্বস্তি নেই গ্রাহকদের। ছবি- পিটিআই
১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে। ছবি- পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -