Gold Price Today : শ্রাবণের প্রথম সোমবারে সোনা কিনে বেঁধে রাখুন সমৃদ্ধি, জেনে নিন দাম কত আজ
সোমা কিনতে কোনও উপলক্ষ্য লাগে না। সোনা কেনা মানেই সমৃদ্ধি। তাই এমন বাঙালি খুঁজে পাওয়া ভার দিনের শুরুতে সোনা-রুপোর দামের দিকে চোখ যায় না যাঁর। আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম কত চলছে?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমুশকিল আসান এবিপি লাইভ বাংলায়। প্রতিদিন সোনা-রুপোর দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা। জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*
সোনার দাম একটু কমলেও ক্রেতার ঠোঁটে স্বস্তির হাসি। দেশজুড়ে পালন হচ্ছে হিন্দু ক্যালেন্ডারে শ্রাবণের প্রথম সোমবার। এদিন ঘরে সোনা আনতেই পারেন। সমৃদ্ধি থাকবে বাঁধা।
স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) সূত্রে খবর, সোমবার কলকাতায় ২৪ ক্যারেটের সোনার দাম (Fine Gold 995) রয়েছে প্রতি গ্রাম ৫৮৫৮ টাকা। এই সোনায় সোনায় প্রতি হাজার ভাগে ৯৯৫ ভাগ সোনা এবং বাকি ভাগ অন্য ধাতু।
এদিন ২২ ক্যারেটের সোনা কিনতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পড়বে ৫৬৫৯ টাকা। এদিন ২২ ক্যারেটের সোনা বেচতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পাওয়া যাবে ৫৩৩১ টাকা।
২২ ক্যারেটের সোনা দিয়েই গয়না তৈরি হয়। পাথর সেটিং, হিরের গয়না তৈরিতে সাধারণত ১৮ ক্যারেটের সোনা ব্যবহার করা হয়।
এদিন ১৮ ক্যারেটের সোনার দাম প্রতি ১ গ্রামে ৪৬৬৩ টাকা ।
গত বেশ কিছুদিন ধরেই ২৪ ক্যারেটের সোনার (today gold rate 22 carat) দাম প্রতি ১০ গ্রাম ৬০ হাজার টাকার নিচেই রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -