Lifestyle:নাগাড়ে বৃষ্টির ধাক্কা থেকে বাড়ি বাঁচাতে এগুলি করছেন তো?
Moosoon And House:বর্ষা এসে গিয়েছে। কখনও দিন, কখনও রাত, মাঝেমধ্যেই বৃষ্টির ছাঁট এসে লাগছে দেওয়ালে। কিন্তু টানা বৃষ্টির ছাঁট বাড়ির দেওয়ালে এসে লাগলে তাতে ক্ষতির আশঙ্কা থাকে। বাঁচাতে কী করবেন?
নাগাড়ে বৃষ্টির ধাক্কা থেকে বাড়ি বাঁচাতে এগুলি করছেন তো?
1/8
বর্ষা এসে গিয়েছে। কখনও দিন, কখনও রাত, মাঝেমধ্যেই বৃষ্টির ছাঁট এসে লাগছে দেওয়ালে।
2/8
কিন্তু টানা বৃষ্টির ছাঁট বাড়ির দেওয়ালে এসে লাগলে তাতে ক্ষতির আশঙ্কা থাকে। বাঁচাতে কী করবেন?
3/8
প্রথমেই খেয়াল রাখুন, বাড়ি 'ওয়াটারপ্রুফ' তো? দেওয়াল, ছাদ বা অন্য কোনও জায়গায় ফাটল নেই তো? থাকলে ওয়াটারপ্রুফ পেন্ট বা সিলেন্ট ব্যবহার করে সেগুলি মেরামত করুন।
4/8
নিকাশি নালা আগেভাগে পরিষ্কার করে রাখা দরকার। তাতে জল জমার সম্ভাবনা কমবে।
5/8
দেওয়ান ও আসবাবে অ্যান্টিফাংগাল পেন্ট এবং কোটিং ব্যবহার করুন। এতে স্যাঁতস্যাঁতে ভাব থেকে যে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, তা আটকানো যায়।
6/8
আর্দ্রতা-মোকাবিলায় সক্ষম এমন কোনও ফার্নিচার পলিশ বা 'পেন্ট' ব্যবহার করুন।
7/8
আপনার বাড়িতে যেন পর্যাপ্ত আলো-হাওয়া চলাচল করে।
8/8
ভাল মানের ডোরম্যাট রাখুন যাতে কাদামাখা পায়ের ছাপ আপনার বাড়িতে না আসে।
Published at : 10 Jul 2023 01:13 AM (IST)