Gold Price Today : লক্ষ্মীবারে সোনা কিনবেন? জেনে নিন, আজ বাংলায় সোনার দামে কতটা রদবদল
সোনা রুপো কেনা সবসময়ই শুভ। এমনটাই মনে করেন সকলে। তবে লক্ষ্মীবারে সোনা ঘরে তুলতে চান অনেকেই। কারণ সোনা মানেই সমৃদ্ধি। এমন বাঙালি খুঁজে পাওয়া ভার দিনের শুরুতে সোনা-রুপোর (Gold price) দামের দিকে চোখ যায় না যাঁর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসামান্য বাড়লেও লক্ষ্মীবারে সোনা ঘরে তুলতে চান অনেকেই। তাই আজকের দিনে সোনা কেন প্রতি আগ্রহ থাকে।
স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*র দেওয়া দাম অনুসারে আজ সোনার দাম সামান্য বেড়েছে। তবে ক্যারাট অনুসারে সোনার দাম আলাদা আলাদা। জেনে নিন বিভিন্ন রকম সোনার দাম।
আজকের দর (১৩ জুলাই, ২০২৩) বৃহস্পতিবার কলকাতায় ২৪ ক্যারেটের সোনার দাম (Fine Gold 995) রয়েছে প্রতি গ্রাম ৫৯১৯ টাকা।
এদিন ২২ ক্যারেটের সোনা কিনতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পড়বে ৫৭১৮ টাকা। এদিন ২২ ক্যারেটের সোনা বেচতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পাওয়া যাবে ৫৩৮৬ টাকা।
১৮ ক্যারেট: এদিন ১৮ ক্যারেটের সোনার দাম প্রতি ১ গ্রামে ৪৭১১ টাকা
এদিন প্রতি ১ কেজি রূপা (৯৯৯)-এর দাম ৭৩৫৩২ টাকা সোনা ও রূপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -