Health Tips : খোসা ছাড়িয়ে খাবেন না এই ফলগুলি, শরীরের হবে না কোনও লাভ !
স্বাস্থ্যের জন্য উপকারী- ফল। বিশেষ করে বর্ষার মরসুমে রোগ-বালাইয়ের মোকাবিলা করেতে ফল খাওয়া উচিত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকারণ ফল থেকে প্রয়োজনীয় অনেক পুষ্টি পাওয়া যায়। পুষ্টিগুণ পেতে হলে সঠিকভাবে ফল খাওয়া প্রয়োজন।
ফল ভুলভাবে খেলে তার পুষ্টিগুণ শরীরে পৌঁছয় না। ফল থেকে পুষ্টি পেতে হলে এগুলো খাওয়ার সঠিক উপায় সম্পর্কে জানা জরুরি।
অনেকেই ফল খোসা ছাড়িয়ে খেয়ে থাকেন। তবে, সব ফলের খোসা খারাপ নয়।
কিছু ফল আছে যেগুলোর খোসার মধ্যেই লুকিয়ে থাকে সর্বাধিক পুষ্টি।
এই তালিকায় প্রথমেই রয়েছে- নাসপাতি। নাসপাতি খোসা ছাড়িয়ে খাওয়ার ভুল করবেন না। কারণ এর খোসায় প্রয়োজনীয় ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়।
পেয়ারাও এমনই একটি ফল, যার শক্তি লুকিয়ে আছে এর খোসার মধ্যে। ভিটামিন ও মিনারেলের পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার ভাল পরিমাণে পাওয়া যায় পেয়ারায়। সেজন্য এটি খোসা ছাড়িয়ে খাওয়া উচিত নয়।
আপেলও খোসা ছাড়িয়ে খাওয়া উচিত নয়। কারণ, এতে ভিটামিন, ফাইবার ও অ্যান্টি-অক্সিডেন্ট মজুত থাকে।
সবেদাও খেতে হবে খোসা-সহ। আগে খোসা ছাড়িয়ে এই ফল খেয়ে থাকলে, এখন আর সেই ভুল করবেন না। কারণ, সবেদার খোসায় ভিটামিন সি, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়।
এমনকী কিউই খাওয়ার আগেও, লোকেরা প্রায়শই এর খোসা ছাড়িয়ে নেয়। কিন্তু, কিউই-র খোসায় প্রচুর পরিমাণে ভিটামিন ই, ফোলাট এবং ফাইবার পাওয়া যায়। খোসা-সহ কিউই খাওয়ার চেষ্টা করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -