Gold Silver Price : সপ্তাহশেষে সোনার দামে স্বস্তি ? নাকি দাম বাড়ল বাংলায় ?
সোনা মানে শুভ। সোনা মানে সম্পত্তি। সোনা মানে সুরক্ষা। সোনা মানে সোহাগ। বাঙালির ঘরে যা কিছু সুন্দর তাই সোনা। তা সে সুন্দর স্বর্ণালী সন্ধেই হেক বা সোনার টুকরো মেয়ে !
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভাল বোঝাতে অনেকের কাছেই সেরা বিশেষণ সোনা। বিয়ে, অন্নপ্রাশন, শুভকাজে-শুভতিথিতে হোক বা পছন্দের বিনিয়োগ। সোনার (1 gram gold rate today) চেয়ে দামি বোধহয় খুব কমই আছে।
এমন বাঙালি খুঁজে পাওয়া ভার দিনের শুরুতে সোনা-রুপোর দামের দিকে চোখ যায় না যাঁর। আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম কত চলছে?
স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) জানাচ্ছে,
Gold Price in Kolkata: আজকের দর (৮ জুলাই, ২০২৩) শনিবার কলকাতায় ২৪ ক্যারেটের সোনার দাম (Fine Gold 995) রয়েছে প্রতি গ্রাম ৫৮৭২ টাকা।
এদিন ২২ ক্যারেটের সোনা কিনতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পড়বে ৫৬৭২ টাকা। এদিন ২২ ক্যারেটের সোনা বেচতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পাওয়া যাবে ৫৩৪৩ টাকা।
এদিন ১৮ ক্যারেটের সোনার দাম প্রতি ১ গ্রামে ৪৬৭৪ টাকা Siver Rate : রূপার দাম এদিন প্রতি ১ কেজি রূপা (৯৯৯)-এর দাম ৭০৮৭৭ টাকা
- - - - - - - - - Advertisement - - - - - - - - -