Multibagger Stock: ৫ বছরে ১ লাখ হয়েছে ৪২ লাখ, চমকে দিয়েছে এই ব্যাটারি কোম্পানির স্টক
HBL Engineering Share: এই বছরে এই স্টক থেকেই বিনিয়োগকারীরা ৪৬ শতাংশ রিটার্ন পেয়েছেন। সংস্থার নাম এইচবিএল ইঞ্জিনিয়ারিং। ১ লাখ থেকে ৪২ লাখ ! এই স্টকের রিটার্ন দেখে চমকে যেতে হবে।
এই স্টকে কোটিপতি হয়েছেন বহু বিনিয়োগকারী
1/10
১ লাখ থেকে ৪২ লাখ ! এই স্টকের রিটার্ন দেখে চমকে যেতে হবে। আপনার পোর্টফোলিওতে কেনা ছিল এই স্টক ?
2/10
আজ থেকে ৫ বছর আগে এই স্টকের দাম ছিল মাত্র ১৬ টাকা আর আজ সেই স্টকের দাম হয়েছে ৬৫০ টাকা।
3/10
এই বছরে এই স্টক থেকেই বিনিয়োগকারীরা ৪৬ শতাংশ রিটার্ন পেয়েছেন। সংস্থার নাম এইচবিএল ইঞ্জিনিয়ারিং।
4/10
এই সংস্থার আগের নাম ছিল এইচবিএল পাওয়ার সিস্টেমস। এটি স্পেশালাইজড ব্যাটারি এবং ইলেকট্রনিক সলিউশনের ব্যবসার সঙ্গে যুক্ত।
5/10
মূলত এই সংস্থা একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এর ইলেকট্রনিক্স ব্যবসা মূলত যুক্ত রয়েছে ইলেকট্রিক মোবিলিটি এবং ভার্টিকাল রেলওয়ে ইলেকট্রনিক্সের সঙ্গে।
6/10
২০১৯ সালের ২৪ ডিসেম্বর এই শেয়ারের দাম ছিল ১৫.৫ টাকা এবং ২০২৪ সালের ২৪ ডিসেম্বর এর দাম হয় ৬৪৮.১৫ টাকা।
7/10
৫ বছর আগে এই শেয়ারে ২৫ হাজার টাকা বিনিয়োগ থাকলে আজ রিটার্ন পেতেন ১০ লাখ টাকারও বেশি।
8/10
আর ১ লক্ষ টাকা এইচবিএল ইঞ্জিনিয়ারিং সংস্থার শেয়ারে বিনিয়োগ থাকলে ৫ বছরে তা হয়ে গিয়েছে প্রায় ৪২ লক্ষ টাকা।
9/10
বম্বে স্টক এক্সচেঞ্জের তথ্য অনুসারে এই সংস্থার বাজার মূলধন এখন ১৮ হাজার কোটি টাকার কাছাকাছি রয়েছে।
10/10
ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।
Published at : 26 Dec 2024 11:21 AM (IST)