Health Insurance: স্বাস্থ্যবিমা করাবেন ভাবছেন ? বদলে গিয়েছে এই ৫ নিয়ম, দেখে নিয়েছেন ?
স্বাস্থ্যবিমার বহু নিয়ম এখন বদলে গিয়েছে। বেশ কিছু ক্ষেত্রে গ্রাহকদের সুবিধেও বেড়েছে স্বাস্থ্যবিমার ক্ষেত্রে। ছবি- গেটি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএখন নতুন স্বাস্থ্যবিমা নেওয়ার আগে ভাল করে দেখে নিতে হবে এই ৫ বিষয়। কী কী নতুন সুবিধে পাবেন গ্রাহক ? ছবি- গেটি
প্রাথমিকভাবে বিমা নিয়ন্ত্রক সংস্থা IRDAI নির্ধারণ করেছে কিছু নতুন নিয়ম যার মধ্যে সকলকেই বিমার আওতায় আনা হবে। ছবি- ফ্রিপিক
অর্থাৎ আগে থেকে কোনও রোগ-ব্যধি থাকলেও তারা স্বাস্থ্যবিমা নিতে পারেন। এই বিমাতে এবার থেকে যোগ হবে ওপিডি, ডে-কেয়ার ট্রিটমেন্ট, হোম কেয়ার ট্রিটমেন্ট ইত্যাদি। ছবি- ফ্রিপিক
ক্যাশলেস ট্রিটমেন্টের ক্ষেত্রে সুবিধে আরও বেড়েছে স্বাস্থ্যবিমায়। এখন মাত্র ১ ঘণ্টার মধ্যেই ক্যাশলেস ট্রিটমেন্টের অনুমোদন দেবে বিমা সংস্থাগুলি। ছবি- গেটি
রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পর রি-ইমবার্সমেন্টের ক্ষেত্রে বিমা সংস্থাকে বিল পাঠানোর মাত্র ৩ ঘণ্টার মধ্যেই রোগীর অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ছবি- ফ্রিপিক
এক্ষেত্রে IRDAI কড়া নিয়ম বেঁধে দিয়েছে যাতে এই ৩ ঘণ্টার থেকে বেশি দেরি হলে বিমা সংস্থাকে সেই দেরির জন্য পেমেন্ট দিতে হবে গ্রাহককে। ছবি- ফ্রিপিক
গ্রাহকরা যাতে খুব সহজে বিমার সমস্ত তথ্য বুঝতে পারেন, সেই জন্য বিমা সংস্থাকে একটি কাস্টমার ইনফরমেশন শিট দিতে হবে গ্রাহকদের। ছবি- ফ্রিপিক
৫ বছর পর্যন্ত কোনও গ্রাহক কোনও বিমা সংস্থাকে প্রিমিয়াম দিয়ে থাকলে সেই গ্রাহককে কোনও ভাবেই ক্লেম জানানোর পর প্রত্যাখ্যান করা যাবে না। ছবি- ফ্রিপিক
কোনও দীর্ঘমেয়াদি বিমা পলিসির ক্ষেত্রে যে যে বছরে কোনও ক্লেম হয়নি, সেই বছরের জন্য আনক্লেমড বোনাস পাবেন গ্রাহক। ছবি- ফ্রিপিক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -