Laser Therapy Side Effects: ত্বকের জেল্লা ফেরাতে লেজার থেরাপি করছেন ? জানেন কি এই বিষয়গুলি
বয়স্ক দেখাচ্ছে এই ভেবে ত্বকের জেল্লা ফেরাতে অনেকেই লেজার থেরাপি করছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু এটা করার আগে বিশেষজ্ঞ বা চিকিৎসকের পরামর্শ নিন।
যেখানে এই লেজার থেরাপি করাচ্ছেন, তাঁদের রেজিস্ট্রেশন ভাল করে দেখে নিন।
কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার আগে পার্শ্ব প্রতিক্রিয়াগুলি নিয়েও সতর্ক হন।
অনেকক্ষেত্রেই দেখা গিয়েছে, লেজার থেরাপির পর ত্বকের বদল আসে। জ্বালা করা বা চুলকানির মতো সমস্যাও সমীক্ষায় উঠে এসেছে।
লেজার থেরাপির আগে চোখের উপরে মোটা কোডেড মেটাল গ্লাস পরানো হয়। তবু অনেক সময় ঝুঁকি থেকে যায়।
লেজার থেরাপির পরপর অনেক ক্ষেত্রে চোখের সমস্যার সম্মুখীন হওয়ার উদাহরণও রয়েছে।
অনেকক্ষেত্রে লেজার থেরাপি করলে ত্বকে সংক্রমণও দেখতে পাওয়া যায়। তবে এটি খুব কম দেখা গিয়েছে।
তবে সৌন্দার্য বাড়াতে অনেকেই এই লেজারথেরাপি করিয়ে থাকেন। এই ট্রিটমেন্টের মাধ্যমে নতুন ত্বক প্রতিস্থাপন করা হয়ে থাকে।
দুটি পদ্ধতিতে লেজার থেরাপি হয়, আদৌ তা আপনার ত্বকের উপযোগী কিনা, শেষ কথা বলতে পারবেন চিকিৎসকই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -