Laser Therapy Side Effects: ত্বকের জেল্লা ফেরাতে লেজার থেরাপি করছেন ? জানেন কি এই বিষয়গুলি
Laser Therapy Side Effects On Skin Care : ত্বকের জেল্লা ফেরাতে লেজার থেরাপি করছেন ? তাহলে জেনে রাখুন এই বিষয়গুলি, আছে কি কোনও পার্শ্ব প্রতিক্রিয়া ?
লেজার থেরাপি
1/10
বয়স্ক দেখাচ্ছে এই ভেবে ত্বকের জেল্লা ফেরাতে অনেকেই লেজার থেরাপি করছেন।
2/10
কিন্তু এটা করার আগে বিশেষজ্ঞ বা চিকিৎসকের পরামর্শ নিন।
3/10
যেখানে এই লেজার থেরাপি করাচ্ছেন, তাঁদের রেজিস্ট্রেশন ভাল করে দেখে নিন।
4/10
কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার আগে পার্শ্ব প্রতিক্রিয়াগুলি নিয়েও সতর্ক হন।
5/10
অনেকক্ষেত্রেই দেখা গিয়েছে, লেজার থেরাপির পর ত্বকের বদল আসে। জ্বালা করা বা চুলকানির মতো সমস্যাও সমীক্ষায় উঠে এসেছে।
6/10
লেজার থেরাপির আগে চোখের উপরে মোটা কোডেড মেটাল গ্লাস পরানো হয়। তবু অনেক সময় ঝুঁকি থেকে যায়।
7/10
লেজার থেরাপির পরপর অনেক ক্ষেত্রে চোখের সমস্যার সম্মুখীন হওয়ার উদাহরণও রয়েছে।
8/10
অনেকক্ষেত্রে লেজার থেরাপি করলে ত্বকে সংক্রমণও দেখতে পাওয়া যায়। তবে এটি খুব কম দেখা গিয়েছে।
9/10
তবে সৌন্দার্য বাড়াতে অনেকেই এই লেজারথেরাপি করিয়ে থাকেন। এই ট্রিটমেন্টের মাধ্যমে নতুন ত্বক প্রতিস্থাপন করা হয়ে থাকে।
10/10
দুটি পদ্ধতিতে লেজার থেরাপি হয়, আদৌ তা আপনার ত্বকের উপযোগী কিনা, শেষ কথা বলতে পারবেন চিকিৎসকই।
Published at : 16 Aug 2024 05:30 PM (IST)