Mutual Fund Return: মাসে ১০ হাজার জমিয়েই ৫ কোটি রিটার্ন ! কীভাবে SIP করবেন ?
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে উচ্চ রিটার্ন পাওয়া যায়, অন্তত ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের থেকে অনেক বেশি রিটার্ন মেলে। ছবি- ফ্রিপিক
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমিউচুয়াল ফান্ডে বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। কিন্তু বাজারের সূচক সেনসেক্স বা নিফটি ৫০-কে কেন্দ্র করে যে ইনডেক্স ফান্ড রয়েছে, তাতে বিনিয়োগে ঝুঁকি দীর্ঘমেয়াদে একেবারেই থাকে না। ছবি- ফ্রিপিক
এই ইনডেক্স ফান্ড আসলে বাজারের সূচককেই অনুসরণ করে। সূচক উপরে উঠলে এই ফান্ডের NAV বাড়ে। আবার সূচক পড়লে এই ফান্ডের রিটার্নও কমে যায়। ছবি- ফ্রিপিক
এমনই একটি ইনডেক্স ফান্ডে সাধারণত দীর্ঘমেয়াদে ন্যূনতম ১২ শতাংশ বার্ষিক হারে রিটার্ন পাওয়া যায়। ছবি- ফ্রিপিক
আপনি যদি চান আপনার অবসরের জন্য ৫ কোটি টাকা জমাবেন এই মিউচুয়াল ফান্ডের মাধ্যমে তা মোটেও অসম্ভব নয়। ছবি- ফ্রিপিক
মাসে মাসে ১০ হাজার টাকার SIP করলেই অবসরের জন্য ৫ কোটি টাকা জমিয়ে ফেলতে পারেন আপনি। কীভাবে দেখে নিন। ছবি- ফ্রিপিক
আপনি যদি ২৫ বছর বয়স থেকে মাসিক ১০ হাজার টাকার SIP শুরু করেন, তাহলে প্রথম ২০ বছরে ১২ শতাংশ চক্রবৃদ্ধি সুদের হারে আপনি রিটার্ন পাবেন প্রায় ১ কোটি টাকা। ছবি- ফ্রিপিক
৪৫ বছর বয়সেই আপনার হাতে থাকবে ১ কোটি টাকা, তারপর একইভাবে SIP চালিয়ে গেলে ৫১ বছর বয়সে আপনি পাবেন ২.০৫ কোটি টাকা। ছবি- ফ্রিপিক
এই নিয়মেই SIP চালু রাখলে ৫৮ বছর বয়সে ৩৯,৬০,০০০ টাকা বিনিয়োগ করে আপনি ৫ কোটি ৯ লাখ টাকা রিটার্ন পাবেন। ৩৯ বছর আপনাকে বিনিয়োগ চালিয়ে যেত হবে। ছবি- ফ্রিপিক
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -