Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Digital Fraud: আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টও হতে পারে ক্ষতির কারণ ! কেন জানেন ?
Digital Fraud: আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টও হতে পারে ক্ষতির কারণ। হ্যাকাররা কখন কাকে নিজেদের শিকার বানায় সে সম্পর্কে কিছুই বলা যায় না। তাই নিজেদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে মেনে চলতে হবে কিছু পরামর্শ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিছু বিষয়ের যত্ন ও একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করে অ্যাকাউন্ট হ্যাক হওয়া থেকে বাঁচতে পারেন আপনি। আপনার অ্যাকাউন্টে পরবর্তী হ্যাকিং যাতে না ঘটে তা নিশ্চিত করতে, এখানে উল্লেখিত পয়েন্টগুলি আপনার মনে রাখুন।
আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টকে হ্যাকিং থেকে রক্ষা করার প্রথম ও প্রধান পদক্ষেপ হল একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করা। সহজে অনুমান করা যায় এমন বা সাধারণ পাসওয়ার্ড ব্যবহার করবেন না।
বড় হাতের ও ছোট হাতের অক্ষর, সংখ্যা ও চিহ্ন ব্যবহার করে কমপক্ষে ১৮টি অক্ষরের একটি পাসওয়ার্ড তৈরি করুন।
টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) আপনার অ্যাকাউন্টে নিরাপত্তার একটি অতিরিক্ত স্তর যোগ করে। 2FA চালু করার পরে হ্যাকারদের আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করার জন্য আপনার ফোন বা ইমেলে পাঠানো একটি কোডের মতো আরেকটি ফ্যাক্টরের প্রয়োজন হবে। এখন যদি হ্যাকার কোডটি না পায়, তাহলে সে অবশ্যই আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না।
নিরাপত্তার সব বিষয় এই সতর্কতার সঙ্গে সম্পর্কিত। আপনাকে কেবল এই সতর্কতা অবলম্বন করতে হবে। আসলে ফিশিং স্ক্যাম হল একটি সাধারণ পদ্ধতি যা হ্যাকাররা লগইন শংসাপত্র চুরি করতে ব্যবহার করে। অজানা লিঙ্ক, ইমেল বা মেসেজ থেকে আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে। ভুল করেও কোনও অজানা লিঙ্কে ক্লিক করবেন না।
কোম্পানি নতুন আপডেট নিয়ে এলে অবশ্যই সর্বশেষ সফ্টওয়্যার সংস্করণ নিয়ে নিন। আপডেটের মাধ্যমে কোম্পানি অনেক সুরক্ষার স্তর বাড়িয়ে দিতে পারবে।
আপনার ডিভাইসটিকে পাবলিক Wi-Fi নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করবেন না, এটি সহজেই হ্যাক হতে পারে। এই পরিস্থিতিতে পাবলিক ওয়াই-ফাই ব্যবহার না করাই ভাল।
পরিবর্তে একটি নিরাপদ ও ব্যক্তিগত Wi-Fi নেটওয়ার্ক বা মোবাইল ডেটা সংযোগ ব্যবহার করুন৷
- - - - - - - - - Advertisement - - - - - - - - -