RCB vs LSG: শেষ ওভারে থ্রিলার! আরসিবি-র বিরুদ্ধে কীভাবে জিতল লখনউ?
আইপিএলে পরপর দুদিন দুটি থ্রিলার দেখলেন সমর্থকেরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরবিবার নাটকীয় শেষ ওভারে গুজরাত টাইটান্সকে হারিয়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। পরপর ৫ বলে ৫টি ছক্কা মেরে নাইটদের জেতান রিঙ্কু সিংহ।
সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচের ফয়সালাও হল রুদ্ধশ্বাস শেষ ওভারে।
আরসিবির ২১২/২ স্কোর তাড়া করতে নেমে ১৯ ওভারের শেষে লখনউয়ের স্কোর ছিল ২০৮/৭।
শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ রান। হাতে ছিল ৩ উইকেট।
বোলার ছিলেন হর্ষল পটেল। ওভারের প্রথম বলে ১ রান নেন জয়দেব উনাদকট।
পরের বলেই মার্ক উড বোল্ড হয়ে যান। তৃতীয় বলে রবি বিষ্ণোই দৌড়ে ২ রান নেন।
চতুর্থ বলে সিঙ্গল ছিনিয়ে নেন তিনি। ২ বলে তখন চাই আর ১ রান। কিন্তু পঞ্চম বলে আউট হয়ে যান উনাদকট।
শেষ বলে প্রয়োজন ছিল ১ রান। লখনউয়ের হাতে আর মাত্র ১ উইকেট। আবেশ খানকে বল করতে গিয়ে নন স্ট্রাইকিং এন্ডে রবি বিষ্ণোইকে মাঁকড়ীয় আউট করার চেষ্টা করেন হর্ষল। তবে সফল হননি। আম্পায়ার ডেড বল ঘোষণা করেন।
শেষ বল আবেশ খান ব্যাটে ঠেকাতে ব্যর্থ হন। কিন্তু উইকেটের পিছনে সঠিকভাবে বল সংগ্রহ করতে পারেননি দীনেশ কার্তিক। দৌড়ে ১ রান নিয়ে নেন আবেশ ও রবি। জয়ের পর উত্তেজনায় মাঠে হেলমেট ছুড়ে দেন আবেশ। ১ উইকেটে ম্যাচ জেতে লখনউ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -