Share Market: ঘরে বসে আমেরিকার বাজারে বিনিয়োগ, আপনি নিতে পারবেন অ্যাপল, মেটার স্টক
আপনিও যদি শেয়ার মার্কেটে আগ্রহী হন, তাহলে অনেকবার নিশ্চয়ই মার্কিন শেয়ার বাজারে ট্রেড করার কথা ভেবেছেন। বিগত কয়েক বছরের তুলনায় অনেকটাই নিচে রয়েছে আমেরিকান স্টক মার্কেট। সেই ক্ষেত্রে এখন বিনিয়োগ করলে এর সুফল পেতে পারেন আপনি। জেনে নিন, ঘরে বসে কীভাবে আমেরিকার স্টক মার্কেটে ট্রেড করতে পারবেন। এই ক্ষেত্রে আপনি Apple, Google, Tesla, Amazon সহ অন্যান্য শীর্ষ আমেরিকান স্টকগুলির কেনাবেচার সুবিধা নিতে পারেন৷
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইউএস স্টক ট্রেডিংয়ের সুবিধা নেওয়ার সবচেয়ে সহজ উপায় হল মিউচুয়াল ফান্ডের মাধ্যমে। অনেক আন্তর্জাতিক মিউচুয়াল ফান্ড স্কিম রয়েছে, যার সাহায্যে আপনি আপনার পোর্টফোলিওতে মার্কিন স্টক অন্তর্ভুক্ত করতে পারেন।
এগুলি ছাড়াও ভারতীয় বিনিয়োগকারীদের কাছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এর বিকল্প রয়েছে। ভারতীয় বিনিয়োগকারীরাও ইটিএফ বা ফান্ড অফ ফান্ডের সাহায্যে মার্কিন স্টকগুলিতে ট্রেড করতে পারে।
তবে, আপনি যদি সরাসরি মার্কিন স্টকগুলিতে ট্রেড করতে চান তবে এখন এটি পাওয়া যায়। এনএসই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ আপনাকে এই কাজে সাহায্য করতে পারে। দেশের বৃহত্তম স্টক মার্কেট NSE-এর সাহায্যে আপনি শীর্ষ মার্কিন স্টকগুলিতে লেনদেন করতে পারেন। এর জন্য গত বছরের মার্চে আমেরিকার শীর্ষ ৮টি কোম্পানির সঙ্গে এনএসই শুরু করেছে।
এনএসই-এর এই সুবিধা গ্রহণ করে আপনি বিশ্বের বৃহত্তম কোম্পানি অ্যাপল, মাইক্রোসফ্ট, অ্যামাজন , গুগলের মূল সংস্থা অ্যালফাবেট, ফেসবুকের মূল সংস্থা মেটা ইনক, নেটফ্লিক্স, ওয়ালমার্ট কিনতে পারবেন। এই তালিকায় রয়েছে এলন মাস্কের বৈদ্যুতিন গাড়ি কোম্পানি টেসলার শেয়ার।
NSE কিছুদিন আগে গিফট সিটিতে NSE IFSC নামে ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জের একটি সাবসিডিয়ারি তৈরি করেছিল। NSE IFSC এর মাধ্যমে আমেরিকান কোম্পানির শেয়ারের বিনিময়ে ডিপোজিটরি রসিদ দেওয়া হয়।
এই সুবিধার সুবিধা নিতে বিনিয়োগকারীদের NSE IFSC-এ একটি আলাদা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। একজন ভারতীয় বিনিয়োগকারী আমেরিকান কোম্পানিগুলিতে এইভাবে সর্বাধিক 1.9 কোটি টাকা বিনিয়োগ করতে পারেন। সোমবার থেকে শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে পরের দিন দুপুর আড়াইটা পর্যন্ত তাদের ট্রেডিং চলবে।
তাহলে দেরি কেন আগামী সপ্তাহ থেকেই করতে পারেন আমেরিকার স্টকে ইনভেস্ট। বাজার নিচে থাকায় পরে যার সুবিধা পাবেন আপনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -