India's Economy: চলতি বছর ৯.৫% হারে বৃদ্ধি পাবে দেশের অর্থনীতি, আশ্বাস IMF-এর
ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরে ভারতের অর্থনীতি প্রায় ৯.৫ শতাংশ বৃদ্ধি পাবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে প্রকাশিত রিপোর্টেও এ কথা উল্লেখ করা হয়েছে। ২০২২-২3 অর্থবছরেও প্রবৃদ্ধির পূর্বাভাস রাখা হয়েছে। তবে তা ৮.৫ শতাংশ।
এমনিতে, করোনাভাইরাসের কারণে, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭.৩ শতাংশ কমে গেছে।
চলতি অর্থবছরে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৫.৯ শতাংশ। ২০২২-২৩ অর্থবর্ষে তা ৪.৯ শতাংশ হতে চলেছে।
অতিমারীর কারণে বিশ্বের অর্থনীতি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই দীর্ঘমেয়াদি প্রভাবে আগামী পাঁচ বছরে বিশ্ব অর্থনীতির গ্রাফে সংকোচন লক্ষ্য করা যাবে।
বিশ্ব ব্যাঙ্ক-সহ বিভিন্ন মূল্যায়ন সংস্থা চলতি অর্থবর্ষের জন্য ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস কিছুটা ছাঁটাই করেছে।
কৃষি এবং সংশ্লিষ্ট খাতের জন্য মাঝারি বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।
২০২১-২২ অর্থবর্ষে এই খাতে ৩.২ শতাংশ বৃদ্ধি অনুমান করা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -