Lifestyle:ফ্রেন্ডশিপ ডে-তে কী করবেন? বন্ধুর জন্য থাকুক এই সারপ্রাইজ
আগামী রবিবার বন্ধুত্ব দিবস পালন করবে ভারত। শুধু এ দেশ নয়, একসঙ্গে বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহি, মালয়েশিয়া এবং আমেরিকাতেও ওই দিনেই উদযাপন হবে বন্ধুত্বের দিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকী ভাবে পালন করবেন দিনটি? জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মানুষটির জন্য আলাদা করে কিছু করার ভাবনা থাকে অনেকেরই।
এমন কোনও ছবি বা সিরিজ রয়েছে যা বন্ধুর সঙ্গে কাটানো ভাল মুহূর্তের স্মৃতি মনে করিয়ে দিতে পারে? তা হলে সেটি আরও একবার একসঙ্গে দেখার প্ল্যান করতে পারেন।
কাজ বা অন্যান্য কিছু ব্যস্ততা থাকলে সেখান থেকে ছুটি নিয়ে ছোটখাটো একটি ট্রিপ করতে পারেন বন্ধুর সঙ্গে।
দু'জনেরই পছন্দ এমন কোনও 'হবি' আরও এক বার একসঙ্গে করা যায়? ছবি আঁকা থেকে ছবি তোলা, ঘুরে বেড়ানো, তালিকায় থাকতে পারে যে কোনও কিছু।
শপিং করতে ভালবাসেন? তা হলে বন্ধুকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ুন। দিনভর শপিং করুন।
ছোটবেলার ফ্রেন্ডশিপ ব্যান্ডের কথা মনে আছে? নিজের হাতে এবারও সেই রকম ব্যান্ড বানিয়ে বন্ধুর হাতে পরিয়ে দিতে পারেন।
কোথাও একটা ডিনারের পরিকল্পনাও করা যেতে পারে। যে কোনও পরিকল্পনার ক্ষেত্রেই শুধু এটুকু মনে রাখা দরকার, দিনটি সেই মানুষটির জন্য যাঁকে আনন্দের শিখর থেকে দুঃখের সাগর, সর্বত্র, সবসময় আপনার প্রয়োজন হয়। তিনি যে আপনার কাছে গুরুত্বপূর্ণ, সেটি আরও এক বার বুঝিয়ে দিতেই সব তোড়জোড়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -