এই নতুন অফিসেই প্রশ্নোত্তর, মুখোমুখি হবেন মোদি-রাহুল ! দেখুন ছবি
বাকবিতণ্ডায় জড়াবেন মোদি-রাহুল, এই নতুন ইমারতেই হবে দেশ গড়ার তর্কযুদ্ধ। আগামীতে সেজে উঠবে এই দফতর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনতুন সংসদ ভবন অত্যাধুনিক সুবিধা নিয়ে তৈরি হয়েছে এই কনস্টিটিউশনাল হল। (সূত্র: সেন্ট্রাল ভিস্তা অফিসিয়াল ওয়েবসাইট)
জাতীয় পাখি ময়ূরের ওপর থিম করে ৮৮৮ আসনের ক্ষমতা সম্পন্ন আসন রাখা হয়েছে লোকসভায় । (সূত্র: সেন্ট্রাল ভিস্তা অফিসিয়াল ওয়েবসাইট)
নতুন রাজ্যসভায় থাকবে ৩৮৪ আসন বিশিষ্ট ঘর। জাতীয় ফুল, পদ্মের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এর নকশা। (সূত্র: সেন্ট্রাল ভিস্তা অফিসিয়াল ওয়েবসাইট)
নতুন সংসদের অফিসগুলো হবে সর্বাধুনিক প্রযুক্তি ও সুরক্ষায় ঘেরা। যোগাযোগের সেরা মাধ্যম থাকবে এতে। (সূত্র: সেন্ট্রাল ভিস্তা অফিসিয়াল ওয়েবসাইট)
দেশের সাংস্কৃতিক ও আঞ্চলিক শিল্প নৈপুণ্যের প্রতিফলন দেখা যাবে নতুন সংসদে ভবনে। (সূত্র: সেন্ট্রাল ভিস্তা অফিসিয়াল ওয়েবসাইট)
অত্যাধুনিক অডিও-ভিজ্যুয়াল সিস্টেম সহ ভবনটিতে আরও বড় কমিটি রুম থাকবে। (সূত্র: সেন্ট্রাল ভিস্তা অফিসিয়াল ওয়েবসাইট)
দেখে নিন, বাইরে থেকে নতুন সংসদ ভবন কেমন দেখতে। ঢোকার আগেই থাকবে সবুজায়ন। (সূত্র: সেন্ট্রাল ভিস্তা অফিসিয়াল ওয়েবসাইট)
নতুন সংসদ ভবনের লাইব্রেরিটি সদস্যদের তথ্য ও সংরক্ষণাগারের উপকরণে ভর্তি থাকবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -