Income Tax: এক টাকাও কর দিতে হবে না ! এইসব ইনকাম সোর্সে রয়েছে ছাড়
২০২৩-২৪ এবং ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য আইটিআর জমা করার শেষ দিন ঘনিয়ে আসছে সামনেই। ৩১ জুলাইয়ের মধ্যেই করে ফেলতে হবে এই কাজ। ছবি- ফ্রিপিক
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই সময়সীমার মধ্যে আইটিআর জমা না দিতে পারলে বড় জরিমানা দিতে হতে পারে। সেক্ষেত্রে ১০০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। ছবি- ফ্রিপিক
এক্ষেত্রে করদাতাদের তাদের উপার্জনের ভিত্তিতে নির্দিষ্ট হারে কর দিতে হয়। তবে এই ১২টি উপায়ে আয় করলে লাগবে না কর। ছবি- ফ্রিপিক
কৃষিকাজের মাধ্যমে অর্জিত আয়ের উপর কোনও কর দিতে হয় না। NRE অ্যাকাউন্টে প্রাপ্ত সুদের উপর কোনও কর লাগে না। ছবি- ফ্রিপিক
এছাড়া করদাতাদের ২০ লাখ টাকা সর্বোচ্চ গ্র্যাচুইটির উপর কোনও রকম কর দিতে হয় না। এক্ষেত্রে বড়সড় কর ছাড়ের সুযোগ আছে। ছবি- ফ্রিপিক
এছাড়াও কোনও কোনও ক্যাপিটাল গেইনের উপর কর দিতে হয় না এক টাকাও। অংশীদারি সংস্থার থেকে প্রাপ্ত লাভের উপর কর প্রযোজ্য হয় না। ছবি- ফ্রিপিক
তাছাড়া সরকারি বা বেসরকারি স্কুল-কলেজ থেকে প্রাপ্ত বৃত্তির উপর কর দিতে হয় না করদাতাদের। প্রভিডেন্ট ফান্ডের টাকাও কর ছাড়ের আওতায়। ছবি- ফ্রিপিক
কেউ অফিসে ছুটি জমিয়ে তার বদলে টাকা পেলে সেই উপার্জনকে করের আওতায় রাখা হয়নি। এক্ষেত্রে সর্বোচ্চ ১০ মাস পর্যন্ত ছুটি নগদ করা যায়। ছবি- ফ্রিপিক
বেসরকারি সংস্থার কর্মীদের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা পর্যন্ত এই কর ছাড় পেতে পারেন ছুটি বদলে টাকা উপার্জনের ক্ষেত্রে। ছবি- ফ্রিপিক
১৫ হাজারের কম ফ্যামিলি পেনশন এবং ভলান্টারি রিটায়ারমেন্টের পরে পাওয়া টাকা থেকে ৫ লাখ পর্যন্ত অঙ্কে কোনও কর দিতে হয় না। ছবি- ফ্রিপিক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -