Anant-Radhika Haldi: অনন্ত-রাধিকার গায়ে হলুদেও চাঁদের হাট, তারকাদের ছাপিয়ে আলাদা করে নজর কাড়লেন নীতা-ইশা-শ্লোকা

সপ্তাহান্তে বিয়ে, তার আগে প্রাক বিবাহ আচার-অনুষ্ঠান। আম্বানিদের বাড়িতে তাই উৎসবের আমেজ। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের গায়ে হলুদেও তারকাদের মেলা চোখে পড়ল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
বরাবরের মতোই গায়ে হলুদে নজর কাড়লেন নীতা আম্বানি। মণীশ মালহোত্রর তৈরির কুর্তা, চুড়িদার এবং ওড়নায় মোহময়ী রূপ তাঁর। সঙ্গে হিরের গয়না পরেছিলেন।

ভাইয়ের গায়ে হলুদে ইশা আম্বানি পরেছিলেন তোরানি লেবেলের মাল্টি কালারের লেহঙ্গা। কানে ছিল কুন্দনের ইয়ার কাফ।
অনন্তের বউদি, শ্লোকা আম্বানি দেওয়রের গায়ে হলুদে পরেছিলেন অনামিকা খন্নার তৈরি লেহঙ্গা-চোলি, গুজরাতি প্রিন্ট-সহ। নেকলেস, টিকলি, হাতফুল, একেবারে বাড়ির বড় বউমা হিসেবেই সেজেছিলেন শ্লোকা।
বাবা মুকেশ আম্বানির হাত ধরে গায়ে হলুদে হাজির হন আকাশ আম্বানি। বাড়ির বড় ছেলে তিনি। অতিথি আপ্যায়ন থেকে আলাপচারিতা, সবই তাঁর ঘাড়ে।
অনন্ত এবং রাধিকার গায়ে হলুদে বলিউডের ছোট-বড় তারকারা উপস্থিত ছিলেন। মাল্টি কালারের লেহঙ্গায় নজর কাড়েন সারা আলি খানও।
মেয়েকে বাড়িতে রেখে আম্বানিদের অনুষ্ঠানে হাজির হন টেলি অভিনেত্রী দিশা পরমার এবং স্বামী রাহুল বৈদ্য। হালকা সাজেই বাজিমাত করেন দিশা।
মানুষী ছিল্লরের পরনে ছিল হলুদ লেহঙ্গা, সঙ্গে মানানসই চোলি। বাঁ কাঁধের উপর হালকা আকাশি রংয়ের দোপাট্টা।
বলিউড হোক বা আম্বানিদের বাড়ি, সর্বত্রই বিচরণ Orry-র। অনন্ত-রাধিকার গায়ে হলুদে ধরা দিলেন সনাতনী পোশাকে।
গায়ে হলুদে হলুদ শাড়িই বেছে নেন জাহ্নবী কপূর। বিশেষ বন্ধু শিখর পাহাড়ি গায়ে হলুদেও তাঁর সঙ্গী হন।
গায়ে হলুদে সনাতনী সাজে নজর কাড়েন অনন্যা। একাই অনুষ্ঠানে হাজির হন তিনি।
মালাইকা আরোরার সঙ্গে সম্পর্ক ভেঙে গিয়েছে বলে খবর। একাই আম্বানিদের অনুষ্ঠানে দেখা গেল অর্জুন কপূরকে।
আম্বানিদের অনুষ্ঠানে একেবারে প্রথম দিন থেকেই হাজির তিনি। গায়ে হলুদেও হাজিরা দিলেন রবীর সিংহ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -