Kia EV6 : একবার চার্জে দেয় ৫০০ কিমি রেঞ্জ, ডিজাইনেই বাকিদের পিছনে ফেলে দিচ্ছে কিয়ার এই ইভি
শীঘ্রই ভারতে তাদের বৈদ্যুতিক গাড়ি Kia EV6 লঞ্চ করতে চলেছে কোম্পানি। দক্ষিণ কোরিয়ার কোম্পানি জানিয়েছে, আগামী ২৬ মে দেশে তাদের অল-ইলেকট্রিক Kia EV6 এর প্রি-বুকিং শুরু হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটাটা , হুন্ডাইয়ের পাশাপাশি ইভি মার্কেটে জোর দিচ্ছে Kia India। পাশাপাশি চলতি বছরের জুনেই ভারতের রাস্তায় দেখা যেতে পারে এই গাড়ি।
গাড়িটি সম্পূর্ণরূপে বিদেশে বিক্রি হওয়া EV6-এর মতোই হবে। এতে খুব বেশি পরিবর্তন করবে না কিয়া।
নতুন Kia EV6 প্রথমবার ২০২১ সালের এপ্রিলে বিশ্ব বাজারে লঞ্চ করা হয়েছিল। এই গাড়ি বিদেশে একাধিক পাওয়ারট্রেন বিকল্পের সঙ্গে পাওয়া যায়।
এই গাড়ি দুটি ব্যাটারি অপশনের সঙ্গে বিশ্বব্যাপী বিক্রি হচ্ছে। এতে পাবেন 58 kWh ও 77.4 kWh শক্তিশালী ব্যাটারি। তবে ভারতের বাজারে এর কোন সংস্করণ বিক্রির জন্য লঞ্চ করা হবে, তা এখনও স্পষ্ট নয়।
Kia EV6 পুরো চার্জে 500 কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ দিতে পারে। লঞ্চের পর, এটি Mini Cooper SE, Volvo XC40 Recharge -এর সঙ্গে প্রতিযোগিতা করবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -