Life Certificate: ঘরে বসেই পাবেন লাইফ সার্টিফিকেট, করতে হবে এই কাজ
আগে নিয়ম ছিল বয়স বাড়লেও ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসে গিয়ে লাইফ সার্টিফিকেট নিজে দাঁড়িয়ে থেকে জমা দিতে হত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রতি বছর পেনশনভোগীদের নিজে গিয়ে এই লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণপত্র জমা দিতে হত যা অত্যন্ত ক্লান্তিকর প্রক্রিয়া।
এই প্রমাণপত্র প্রতি বছর নভেম্বর মাসে ব্যাঙ্ক ও পোস্ট অফিস যেখান থেকে পেনশন দেওয়া হয়, সেখানে জমা পড়লে অনুমোদনের মাধ্যমে তবেই পেনশন মেলে।
পেনশনভোগীরা জীবন প্রমাণ পোর্টালে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট রিডার ব্যবহার করে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে তাদের জীবন শংসাপত্র তৈরি করার পাশাপাশি জমা দিতে পারেন।
তারা জীবন প্রমাণ মোবাইল অ্যাপ ডাউনলোড করতে পারে এবং অ্যাপের মাধ্যমে তাদের জীবন শংসাপত্র প্রদান করতে পারে।
ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের ‘ডোরস্টেপ সার্ভিস ফর সাবমিশন অফ ডিজিটাল লাইফ সার্টিফিকেট বাই পোস্টম্যান’ উদ্যোগের মাধ্যমেও লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যেতে পারে।
এটি ল্যাপটপ বা মোবাইলে বাড়ি বা যে কোনো অবস্থান থেকেও তৈরি করা যেতে পারে৷ ডিজিটাল লাইফ সার্টিফিকেট তৈরি বা প্রাপ্তির জন্য আধার নম্বর বা ভিআইডি আবশ্যক৷
আপনাকে গুগল প্লে স্টোর থেকে জীবন প্রামাণ ফেস অ্যাপ এবং আধার ফেস আরডি ডাউনলোড করতে হবে।
এর পরে আপনাকে আপনার মুখ স্ক্যান করতে হবে এবং সব বিবরণ পূরণ করতে হবে। এছাড়াও আপনাকে সামনের ক্যামেরা থেকে একটি ছবি তুলে সব বিবরণ জমা দিতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -