New Cars In India: নজরকাড়া লুক, ভারতের বাজারে এসেছে এই গাড়িগুলি, কেমন দেখতে ?
ভারতের বাজারে এসেছে মারুতির বহু প্রতীক্ষিত গাড়ি গ্র্যান্ড ভিটারা । টয়োটার আরবান ক্রজার হাইরাইডারের প্লাটফর্মেই তৈরি হয়েছে এই গাড়ি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমারুতির এই নতুন হাইব্রিড এসইউভির মাধ্যমে লিটারে ২৭.৯৭ কিমি মাইলেজ দেবে। যা এই সেগমেন্টে সবথেকে বেশি।একবার ট্যাঙ্ক পূর্ণ হয়ে গেলে এই এসইউভি ১২০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে।
প্রকাশ্যে এল Citroen C3-র দাম। এর স্ট্যান্ডার্ড নন-টার্বো ১.২ লিটার পেট্রল ভ্যারিয়েন্টের জন্য ৫.৭ লক্ষ টাকা দিতে হবে ক্রেতাদের।
অবশেষে সামনে এল নতুন মহিন্দ্রা স্করপিওর (Mahindra Scorpio N) ডিজেল- পেট্রল স্বয়ংক্রিয় সংস্করণের দাম। গাড়ির রেডা প্রেজেন্স দেখে এমনিতেই বুকিংয়ের জন্য ভিড় বাড়ছে।
Z4 ডিজেল অটোমেটিকের দাম ১৫.৯৫ লক্ষ টাকা রাখা হয়েছে। যা এর ম্যানুয়াল ভ্যারিয়েন্টের তুলনায় ১.৯ লক্ষ টাকা বেশি। আগেই এই গাড়ির অনেক মডলের দাম প্রকাশকরে দিয়েছিল কোম্পানি। কেবল অটোমেটিকের বাকি ছিল।
দেশের প্রিমিয়াম গাড়ি বাজারে কেবল নতুন সিগনেচার আউটলেটের মাধ্যমে হুন্ডাই টুসো (Hyundai Tucson) ২০-৩০ লক্ষ টাকার প্রিমিয়াম SUV স্পেসের জন্য এই গাড়ি এনেছে হুন্ডাই।
এই গাড়ির ডিজাইন ল্যাঙ্গোয়েজের সঙ্গে মেলাতে পারবেন না অন্য যেকোনও গাড়িকে। একমাত্র কিয়ার গাড়ির সঙ্গে তুলনা চলে এর ডিজাইনের।
রাস্তায় বাম্পার অনুযায়ী গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাড়াতে কমাতে পারে এই আউডির গাড়ি। ভারতে আউডি এ৮-এর দাম শুরু হচ্ছে ১.২৯ কোটি টাকা থেকে।
এই প্রিমিয়াম গাড়ির টপ ভ্য়ারিয়েন্টের দাম অন রোড যেতে পারে প্রায় ৩ লক্ষ টাকা। সামনের গ্রিলেও এবার অনেক পরিবর্তন এনেছে কোম্পানি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -