Partha Arpita Meme : অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার রাশি-রাশি টাকা, দেখুন তা নিয়ে কী কী মিম ছড়াল সোশ্যাল মিডিয়ায় !
পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার মুখোপাধ্যায়ের দুটো ফ্ল্যাট থেকে কুবেরের ধনের হদিশ। রাশি রাশি টাকা থেকে সোনার তাল। সম্পত্তির নথির পাহাড়! কী নেই সেই তালিকায়! আর এসব নিয়েই এখন সোশাল মিডিয়া জুড়ে মিমের ছড়াছড়ি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅন্য একটি মিমে ফেলুদা বলছে...গননা কতো রাউন্ড হল? উত্তরে লালমোহন বাবু বলছেন, চার রাউন্ড শেষ!
আরেকজন লিখেছেন, টানটান উত্তেজনার মধ্যে গণনা চলছে। এখনও পর্যন্ত ED সূত্র যা খবর, অপা মোর্চা ৩০+২০=৫২ কোটি ভোটে এগিয়ে। যে কোনও মুহূর্তে বেড়ে যেতে পারে!
কাউন্টিং চলছে, ভোটের নয় নোটের। রেজাল্ট দেখেই ঘুমোতে যান!
কোনও মিমে আবার মজা করে বলে হয়েছে, স্বামীর পকেট হাতড়ানো বন্ধ করুন ! নইলে !
কারও খোঁচা আবার শোভন বৈশাখীর দিকেও। তবে এগুলো নেহাতই মিম। এবিপি আনন্দ এই মিমের বক্তব্য বা ক্রিয়েটিভ কোনওটিরই দায়িত্ব নিচ্ছে না। সবকটিই সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া।
আরেকটি পোস্টে লেখা, এক বার করে রিফ্রেস করছি, চার-পাঁচ কোটি বেড়ে যাচ্ছে!
এরকমই অসংখ্য মিম এখন ঘুরপাক খাচ্ছে সোশাল মিডিয়ায়!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -