Meta Verified Subscription: ট্যুইটার ব্লু-এর মতো মেটা ভেরিফায়েড, ফেসবুক-ইনস্টাগ্রামে নতুন সাবস্ক্রিপশন
ট্যুইটার ব্লু- এর মতো ফেসবুক এবং ইনস্টাগ্রামেও চালু হয়েছে ভেরিফায়েড সাবস্ক্রিপশন। মার্ক জুকেরবার্গের এই নতুন মেটা প্রোডাক্টের নাম মেটা ভেরিফায়েড।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appট্যুইটারে যেমন টাকার বিনিময়ে এখন ইউজাররা ব্লু টিক কিনতে পারেন, তেমনই ফেসবুক ও ইনস্টাগ্রামেও ভেরিফায়েড ব্যাজ কিনতে পারবেন ইউজাররা।
মেটা সংস্থার সিইও মার্ক জুকেরবার্গ সম্প্রতি মেটা ব্রডকাস্ট চ্যানেলের একটি পোস্টে মেটা প্রোডাক্টের এই নতুন জিনিস সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন।
সম্প্রতি মেটা কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে চলতি সপ্তাহে তারা 'মেটা ভেরিফায়েড'-এর রোল আউট শুরু করতে চলেছে। ক্রিয়েটরদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামে এই সাবস্ক্রিপশন সার্ভিস চালু হতে চলেছে।
এই 'মেটা ভেরিফায়েড'-এর মাধ্যমে সরকারি আইডি-র মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করা হবে। ক্রিয়েটররা তাদের অ্যাকাউন্টে একটি ব্লু ব্যাজ পাবেন।
এর পাশাপাশি অ্যাকাউন্টে অতিরিক্ত সুরক্ষা এবং কাস্টোমার সাপোর্টে সরাসরি অ্যাকসেস পাবেন। অর্থাৎ নতুন পরিষেবায় আগের তুলনায় অনেকটা সুবিধাই পাবেন ইউজাররা।
মেটা ভেরিফায়েডের খরচ- ওয়েব ভার্সানে একমাসে এই সাবস্ক্রিপশনের খরচ ১১.৯৯ ডলার। আইওএস ভার্সানে মাসিক খরচ ১৪.৯৯ ডলার।
প্রাথমিক ভাবে চলতি সপ্তাহে এই সার্ভিসের রোল আউট শুরু হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। খুব তাড়াতাড়ি মেটা ভেরিফায়েডের রোল আউট ছড়িয়ে পড়বে অন্যান্য দেশেও।
অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশন চালু হবে কিনা তা এখনও জানা যায়নি। বিশেষজ্ঞদের একাংশের অনুমান, অ্যান্ড্রয়েড ইউজারদের হয়তো এই সাবস্ক্রিপশন পরিষেবা পাওয়ার জন্য কয়েকদিন অপেক্ষা করতে হবে।
এই নতুন মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশনের মাধ্যমে মেটা সংস্থায় একটি নতুন রেভিনিউ স্ট্রিম অর্থাৎ আয়ের উৎস তৈরি হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -