Meta Verified Subscription: ট্যুইটার ব্লু-এর মতো মেটা ভেরিফায়েড, ফেসবুক-ইনস্টাগ্রামে নতুন সাবস্ক্রিপশন
Meta: মেটা সংস্থার সিইও মার্ক জুকেরবার্গ সম্প্রতি মেটা ব্রডকাস্ট চ্যানেলের একটি পোস্টে মেটা প্রোডাক্টের এই নতুন সাবস্ক্রিপশন সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন।
প্রতীকী ছবি, ছবি সূত্র- নিজস্ব চিত্র
1/10
ট্যুইটার ব্লু- এর মতো ফেসবুক এবং ইনস্টাগ্রামেও চালু হয়েছে ভেরিফায়েড সাবস্ক্রিপশন। মার্ক জুকেরবার্গের এই নতুন মেটা প্রোডাক্টের নাম মেটা ভেরিফায়েড।
2/10
ট্যুইটারে যেমন টাকার বিনিময়ে এখন ইউজাররা ব্লু টিক কিনতে পারেন, তেমনই ফেসবুক ও ইনস্টাগ্রামেও ভেরিফায়েড ব্যাজ কিনতে পারবেন ইউজাররা।
3/10
মেটা সংস্থার সিইও মার্ক জুকেরবার্গ সম্প্রতি মেটা ব্রডকাস্ট চ্যানেলের একটি পোস্টে মেটা প্রোডাক্টের এই নতুন জিনিস সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন।
4/10
সম্প্রতি মেটা কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে চলতি সপ্তাহে তারা 'মেটা ভেরিফায়েড'-এর রোল আউট শুরু করতে চলেছে। ক্রিয়েটরদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামে এই সাবস্ক্রিপশন সার্ভিস চালু হতে চলেছে।
5/10
এই 'মেটা ভেরিফায়েড'-এর মাধ্যমে সরকারি আইডি-র মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করা হবে। ক্রিয়েটররা তাদের অ্যাকাউন্টে একটি ব্লু ব্যাজ পাবেন।
6/10
এর পাশাপাশি অ্যাকাউন্টে অতিরিক্ত সুরক্ষা এবং কাস্টোমার সাপোর্টে সরাসরি অ্যাকসেস পাবেন। অর্থাৎ নতুন পরিষেবায় আগের তুলনায় অনেকটা সুবিধাই পাবেন ইউজাররা।
7/10
মেটা ভেরিফায়েডের খরচ- ওয়েব ভার্সানে একমাসে এই সাবস্ক্রিপশনের খরচ ১১.৯৯ ডলার। আইওএস ভার্সানে মাসিক খরচ ১৪.৯৯ ডলার।
8/10
প্রাথমিক ভাবে চলতি সপ্তাহে এই সার্ভিসের রোল আউট শুরু হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। খুব তাড়াতাড়ি মেটা ভেরিফায়েডের রোল আউট ছড়িয়ে পড়বে অন্যান্য দেশেও।
9/10
অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশন চালু হবে কিনা তা এখনও জানা যায়নি। বিশেষজ্ঞদের একাংশের অনুমান, অ্যান্ড্রয়েড ইউজারদের হয়তো এই সাবস্ক্রিপশন পরিষেবা পাওয়ার জন্য কয়েকদিন অপেক্ষা করতে হবে।
10/10
এই নতুন মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশনের মাধ্যমে মেটা সংস্থায় একটি নতুন রেভিনিউ স্ট্রিম অর্থাৎ আয়ের উৎস তৈরি হয়েছে।
Published at : 20 Feb 2023 07:20 PM (IST)