Lifestyle:কব্জির যন্ত্রণায় কী করবেন?
লেখাপড়া হোক বা কম্পিউটারের কি-বোর্ডের দিনভর খুটখাট বা অন্য কোনও কাজ! কব্জির ব্যবহার প্রায় লেগেই থাকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবেশি ব্যবহারের ফলে দেহের এই অংশটিও অনেকের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে বিশেষজ্ঞরা বলছেন, কয়েকটি এক্সারসাইজ কব্জির কষ্ট ঠিক করতে পারে।
রাবার ব্যান্ড স্ট্রেনথেনার! সিদাসাধা এই ওয়ার্কহাউট আপনার হাতের যে ছোট পেশিগুলি রয়েছে, তার সঠিক সঞ্চালনে নজর দেয়।
বহু সময়ে দেখা যায়, অনেকে বসে থাকার সময়ও হাতে একটি ছোট বল নিয়ে তাতে চাপ দিচ্ছেন।
সাধারণত এই বলগুলি 'স্ট্রেস বল' বলে পরিচিত। নিয়ম অনুযায়ী, যতটা জোরে সম্ভব বলগুলিতে চাপ দিতে বলা হয়। ৩ থেকে ৫ সেকেন্ড ওই চাপ ধরে রাখার পর ধীরে ধীরে তা আলগা করতে হয়।
এছাড়া কব্জির নির্দিষ্ট ভাবে ঘোরানোরও কিছু এক্সারসাইজ রয়েছে।
হাত মুঠো করে বা ওজন তুলেও কব্জির জন্য কিছু ভালো এক্সারসাইজ করা যেতে পারে।
তবে নিজে থেকে না করে কোনও ফিটনেস বিশেষজ্ঞের তত্ত্বাবধানে বিষয়টি করলে উপকারের সম্ভাবনা অনেক বেশি। (ছবি:PIXABAY)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -