Reliance Jio Cinema: IPL শেষ হলেই জিও সিনেমায় লাগবে চার্জ, নয়া সিদ্ধান্ত রিলায়েন্সের
বিনামূল্যে ইন্ডিয়ান প্রিমিয়াল লিগ (IPL) দেখা গেলেও এবার থেকে জিও সিনেমার (Jio Cinema)পরিষেবার জন্য চার্জ নিতে পারে কোম্পানি। সম্প্রতি সেরকমই খবর এসেছে বাজারে। জেনে নিন , এই নিয়ে কী বলছে কোম্পানি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppJio Cinema আদতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের OTT প্ল্যাটফর্ম, যার কাছে বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) দেখানোর ডিজিটাল স্বত্তাধিকার রয়েছে। সম্প্রতি বহু বছরের সাবস্ক্রিপশনের প্রথা ভেঙে মুকেশ অম্বানি জিও সিনেমায় বিনামূল্যে আইপিএল দেখানোর সুযোগ করে দিয়েছেন। যা রেকর্ড ভিউ অর্জন করেছে।
এখন এই প্ল্যাটফর্মে ১০০টিরও বেশি চলচ্চিত্র ও টিভি সিরিয়াল দেখানোর পরিকল্পনা করছে কোম্পানি। ওয়াল্ট ডিজনি ও নেটফ্লিক্সের মতো জায়ান্টদের প্রতিযোগিতা দিতেই এই পথে হাঁটছে রিলায়েন্স জিও সিনেমা।
সম্প্রতি ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, রিলায়েন্সের মিডিয়া ব্যবসার প্রেসিডেন্ট জ্যোতি দেশপান্ডে একটি সাক্ষাত্কারে বলেছেন, জিও সিনেমা সম্প্রসারণের পরে পরিষেবার জন্য টাকা নেওয়া শুরু করবে। তবে কোম্পানির তরফে টুইটে বলা হয়েছে, Jio Cinema-তে IPL সব Airtel, Vodafone Idea, BSNL, Jio মোবাইল ব্যবহারকারীরা ব� ��নামূল্যে দেখতে পারবেন।
মুকেশ অম্বানি বর্তমানে একটি গ্লোবাল মিডিয়া ও অনলাইন স্ট্রিমিং জায়ান্ট হওয়ার জন্য এই প্ল্যাটফর্মটি প্রস্তুত করছেন। সেই কারণে গত বছর আইপিএলের ডিজিটাল স্বত্ব কিনে নেয় Viacom18 Media Pvt. এর পরে অম্বানি এটি বিনামূল্যে দেখানোর প্রস্তাব দেন, যা যে কোনও মিডিয়া সংস্থার জন্য দর্শকদের আকৃষ্ট করার একটি লোভনীয় সিদ্ধান্ত।
ক্রমবর্ধমান ইন্টারনেট ইউজার বৃদ্ধির ফলে ভারতে সম্ভাব্য দর্শকের সংখ্যা বেড়েই চলেছে। JioCinema এপ্রিলে আইপিএলের শুরুতে ১.৪৭ বিলিয়ন ভিডিও ভিউ ও বুধবার একটি ম্যাচের জন্য ২২ মিলিয়ন দর্শক পেয়েছে। আইপিএল এখন হিন্দি, মরাঠি, বাংলা, গুজরাতি ও ভোজপুরির মতো ভাষায় জিও সিনেমায় স্ট্রিম করা হচ্ছে।
রিলায়েন্স জিওর ২৬৯ টাকার প্ল্যান এটি রিলায়েন্স জিওর সবচেয়ে সাশ্রয়ী মাসিক প্রিপেইড প্ল্যান যার দৈনিক ডেটার কোনও সীমা নেই। এই প্ল্যানটি 30 দিনের বৈধতার সঙ্গে পাওয়া যায়। যাতে আপনি প্রতিদিন ১০০টি SMS, সীমাহীন কল ও ২৫ জিবি ডেটার সুবিধা পাবেন৷
তবে আগামী দিনে চার্জ নিলেও আরও অনেক কিছু জিও সিনেমায় দিতে চলেছে কোম্পানি। অন্তত তেমনই জানিয়েছে কোম্পানির কর্মকর্তারা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -