Multibagger Stocks: এই ৫ স্টকে বিনিয়োগ করলে ৩০ গুণ রিটার্ন পেতেন, তাও মাত্র এক বছরেই
স্মলক্যাপ স্টকগুলিতে বিগত অর্থবর্ষে এসেছে বিপুল রিটার্ন। আর এমনই কিছু স্মলক্যাপ স্টকে বিনিয়োগ করলে আপনি ধনী হতে পারতেন। ছবি- ফ্রিপিক
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবেশিরভাগ ক্ষেত্রেই স্মলক্যাপ স্টকে বিনিয়োগে একটা ঝুঁকি থেকেই যায়। কিন্তু ঝুঁকি থাকলেও বেশ কিছু স্টক মাল্টিব্যাগার রিটার্ন এনে দিয়েছে বিনিয়োগকারীদের। ছবি- ফ্রিপিক
এই তালিকায় প্রথমেই আছে Waaree Renewable Technologies-এর শেয়ার। ১ বছরের মধ্যে বিনিয়োগকারীদের ১৪২৩ শতাংশ রিটার্ন এনে দিয়েছে এই সংস্থা। ছবি- ফ্রিপিক
আইনক্স উইন্ড সংস্থার শেয়ারও মাল্টিব্যাগার রিটার্ন এনে দিয়েছে। গত এক বছরে এই সংস্থার শেয়ারের দাম ৫১২.৪৩ শতাংশ বেড়েছে। ছবি- ফ্রিপিক
এক বছরে শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে ৩৪২ শতাংশ। এখন লিলয়েডস এন্টারপ্রাইজ সংস্থার বাজার মূলধন হয়েছে ৪৫৯২ কোটি টাকা। ছবি- ফ্রিপিক
ইরকন ইন্টারন্যাশনাল একটি খুব জনপ্রিয় সংস্থা। অনেক বিনিয়োগকারীদেরই পছন্দ এই সংস্থার শেয়ার। ছবি- ফ্রিপিক
এক বছরের মধ্যে ইরকন ইন্টারন্যাশনালের শেয়ার থেকে বিনিয়োগকারীরা ২৫৮.৮৪ শতাংশ রিটার্ন পেয়েছেন। ছবি- ফ্রিপিক
এক বছরে আইনক্স উইন্ড এনার্জি সংস্থার শেয়ারের দাম বেড়েছে ৫৮৪.৯৯ কোটি টাকা। এই শেয়ারেও বিপুল রিটার্ন এসেছে। ছবি- ফ্রিপিক
মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না
- - - - - - - - - Advertisement - - - - - - - - -