Multibagger Stock: ১ লাখ থেকে ৯ লাখ রিটার্ন ! ৯ মাসেই বিপুল মুনাফা দিয়েছে এই স্টক
২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বাজারে এসেছিল এই সংস্থার আইপিও। সেই সময় থেকে আজ পর্যন্ত বিপুল রিটার্ন দিয়েছে এই স্টক। ছবি- ফ্রিপিক
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppSME ক্যাটাগরিতে এই স্টকের নাম ভিন্যাস ইনোভেটিভ টেকনোলজিস। প্রাইসব্যান্ড ছিল ১৬২ টাকা থেকে ১৬৫ টাকা। ছবি- ফ্রিপিক
২০২৩ সালের অক্টোবর মাসে এই সংস্থার আইপিও বাজারে লিস্টিং হয় ৩৩০ টাকায়। অর্থাৎ লিস্টিংয়েই প্রায় ১০০ শতাংশ মুনাফা দিয়েছে। ছবি- ফ্রিপিক
বর্তমানে এই স্টকের দাম ১১৬৫ টাকা চলছে। অর্থাৎ ৩৩০ টাকা থেকে ১১৬৫ টাকায় লাফ দিয়েছে এই SME স্টক। ছবি- ফ্রিপিক
এই সংস্থার আইপিওতে কেউ যদি ১ লাখ ৩২ হাজার টাকা বিনিয়োগ করতেন তাহলে লিস্টিংয়ে তিনি রিটার্ন পেতেন ২.৬৪ লাখ টাকা। ছবি- ফ্রিপিক
আর সেই ২.৬৪ লাখ টাকা আজকের দিনে বেড়ে দাঁড়াত ৯.৩২ লাখ টাকায়। অর্থাৎ মাত্র ৯ মাসেই ২৫০ শতাংশ রিটার্ন। ছবি- ফ্রিপিক
এক লটে এই আইপিওর মোট ৮০০ টি শেয়ার ছিল। ফলে আইপিও কিনতে প্রয়োজন ছিল ১ লাখ ৩২ হাজার টাকা। ছবি- ফ্রিপিক
তখন দাম ছিল ১৬৫ টাকা, সেই এক লট শেয়ার অর্থাৎ ৮০০ শেয়ার কেনা থাকলে আজ ১১৬৫ টাকা দামে ৯.৩২ লাখ টাকা পেতেন আপনি। ছবি- ফ্রিপিক
মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -