Ola Electric: স্বাধীনতা দিবসে ওলার চমক, প্রকাশ্যে প্রথম ইলেকট্রিক গাড়ি, আর কী কী লঞ্চ হল?
ভারতে নতুন ইলেকট্রিক স্কুটার এস১ লঞ্চ করল ওলা, প্রি-বুকিং করা যাবে মাত্র ৪৯৯ টাকায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই নতুন ওলা ইলেকট্রিক স্কুটার বাজেট ফ্রেন্ডলি সেগমেন্টে লঞ্চ হয়েছে। প্রাথমিক ভাবে দাম ৯৯,৯৯৯ টাকা (এক্স শোরুম)।
১৫ অগস্ট থেকে ৩১ অগস্ট পর্যন্ত চলবে ওলা এস১ ইলেকট্রিক স্কুটারের প্রি বুকিং। ওলা কর্তৃপক্ষ জানিয়েছে আগামী ৭ সেপ্টেম্বর থেকে তাদের নতুন ওলা এস১ ইলেকট্রিক স্কুটারের ডেলিভারি শুরু হবে।
স্বাধীনতা দিবসে ওলা এস১ প্রো স্কুটারের 'খাকি রঙ'- এর মডেলও লঞ্চ হয়েছে ভারতে। আগের ই-স্কুটারের তুলনায় নতুন মডেলের দাম সামান্য বেশি।
ওলার নতুন এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে ১৭০ কিলোমিটারের True Range রেঞ্জ। এর পাশাপাশি রয়েছে ARAI certified range ১৮১ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১৬ কিলোমিটার।
এই ইলেকট্রিক স্কুটারের এক্স শোরুম দাম ১,৪৯,৯৯৯ টাকা। ইএমআই- এর অপশন রয়েছে এই ইলেকট্রিক স্কুটারের দামের ক্ষেত্রে। প্রতি মাসে কিস্তি শুরু হচ্ছে ৩৯৯৯ টাকা থেকে।
স্বাধীনতা দিবসে ওলার বহু প্রতীক্ষিত ইলেকট্রিক গাড়ি প্রকাশ্যে এসেছে। ৫০০ কিলোমিটার রেঞ্জ থাকতে পারে এই গাড়িতে। শূন্য থেকে ১০০ স্পিড তুলতে সময় লাগবে মাত্র ৪ সেকেন্ড।
ওলার এই ইলেকট্রিক গাড়ি ভারতে লঞ্চ হবে ২০২৪ সালে। অর্থাৎ ভারতের বাজারে ওলার এই ইলেকট্রিক গাড়ি আসতে এখনও প্রায় ২ বছর দেরি রয়েছে।
অনুমান করা হচ্ছে যে নতুন ২১৭০ লিথিয়াম আয়ন সেল থেকে তৈরি হওয়া শক্তিশালী ব্যাটারি প্যাক থাকবে ওলার ইলেকট্রিক গাড়িতে।
সাধারণত যেসব সংস্থা ইলেকট্রিক গাড়ি নির্মাণের জন্য জনপ্রিয় তাদের থেকে ভাল রেঞ্জ পাওয়া যাবে ওলার ইলেকট্রিক গাড়িতে, এমনটাই শোনা গিয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -