PAN Card Fraud: আপনার প্যান কার্ডে জালিয়াতি হচ্ছে কিনা কীভাবে বুঝবেন ?
আর্থিক সব বিষয়ের সঙ্গে যুক্ত হওয়ায় সাম্প্রতিককালে বেড়ে গিয়েছে প্যান কার্ডে প্রতারণার ঘটনা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, আয়কর জমা বা আর্থিক লেনদেন জন্য ব্যবহারে সময় জালিয়াতদের হাতে পড়ে যাচ্ছে আপনার গোপন নথি। পরবর্তীকালে যার ফল ভুগতে হচ্ছে প্যানকার্ড হোল্ডারদের। যদি এই ধরনের প্রতারণা আপনার সঙ্গে ঘটে, তাহলে কোথায় রিপোর্ট করতে হবে জানেন?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর্থিক লেনদেনের জন্য প্যান কার্ড ব্যবহার করা হয়। সেক্ষেত্রে এই নম্বর কারও কাছে পৌঁছলে তারা আপনার আর্থিক তথ্য জেনে যাবে। অনেক সময় রেলের টিকিট বুকিংয়ের জন্য PAN ব্যবহার করা হয়, তাই আপনার PAN নম্বরটি রিজার্ভেশন চার্টে থাকে ও হ্যাকারদের পক্ষে আপনার PAN পেতে সমস্য়া হয় না। একইভাবে তৃতীয় পক্ষের মাধ্যমে KYC করা হলে দুর্বল নিরাপত্তার কারণে সেখানে তথ্য ফাঁসের ঝুঁকি থাকে।
প্যান কার্ড জালিয়াতি সনাক্ত করার সর্বোত্তম উপায় হল সব সময় আপনার ক্রেডিট স্কোর পরীক্ষা করা। যেকোনও ভাল ফিনটেক অ্যাপে গিয়ে আপনি সহজেই আপনার ক্রেডিট স্কোর চেক করতে পারেন। ক্রেডিট স্কোর আপনার নামে কতগুলি লোন চলছে ও তাদের কিস্তি সময়মতো শোধ করা হচ্ছে কিনা সে সম্পর্কেও তথ্য দেয়।
কখন আপনার সঙ্গে প্যান কার্ড জালিয়াতি ঘটতে পারে? ১ ক্রেডিট কার্ড ও ঋণের জন্য আবেদন করার সময় ২ অবৈধভাবে গয়না কেনার সময়ে ৩ একটি গাড়ি বা হোটেল রুম ভাড়া নেওয়ার সময়
কীভাবে প্যান কার্ড জালিয়াতির রিপোর্ট করবেন? ১ প্রথমে NSDL-এর পোর্টালে যেতে হবে। কাস্টমার কেয়ার ট্যাবে যান। ২ অভিযোগ/কোয়েরি বিভাগে যান। ৩ এর পরে অভিযোগ ফর্ম নির্বাচন করুন। ৪ তারপরে অভিযোগ ফর্মটি পূরণ করে ও আপনার সঙ্গে হওয়া প্রতারণার বিবরণ দিয়ে জমা দিন।
কীভাবে প্যান কার্ড জালিয়াতি এড়ানো যায় ? সর্বত্র প্যান কার্ড ব্যবহার করা এড়িয়ে চলুন। প্রয়োজনে শুধুমাত্র প্যান কার্ড জমা দিন।
কেবল অফিসিয়াল ওয়েবসাইটে PAN কার্ড সম্পর্কিত তথ্য লিখুন। সময়ে সময়ে আপনার ক্রেডিট স্কোর পরীক্ষা করুন।
ডিজিটালাইজেশনের যুগে আরও বেশি বেড়ে গিয়েছে প্যান ও আধার কার্ড প্রতারণার ঘটনা। সেই ক্ষেত্র সতর্ক না হলে বিপদ আসন্ন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -