Pension: স্ত্রীর বদলে মেয়ে কি পেতে পারে বাবার পেনশন ? কী বলছে নিয়ম ?
একজন পেনশনভোগীর মেয়ে কি তার স্ত্রীর পরিবর্তে পেনশন পেতে পারে? পিতার পেনশন সংক্রান্ত কোন বিধান আছে কি? এই বিষয়ে কী নির্দিষ্ট নিয়ম রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতে কোনও সরকারি কর্মচারীর মৃত্যুর পরে কেন্দ্রীয় সিভিল সার্ভিস পেনশন নিয়ম 2021-এর অধীনে তার পরিবারকে পেনশন দেওয়ার নিয়ম রয়েছে। সরকারের এই সুবিধাকে পারিবারিক পেনশন বা ফ্যামিলি পেনশন বলা হয়। কাজ করার সময় সরকারি কর্মচারী পরিবারের একজনকে এর জন্য নমিনি করতে পারেন।
কোনও সরকারি কর্মীর মৃত্যু হলে তার পরিবারকে আর্থিক সুবিধা দেয় সরকার। কেন্দ্রীয় সিভিল সার্ভিসের নিয়ম 54 এর অধীনে পারিবারিক পেনশন বা ফ্যামিলি পেনশন দেওয়া হয় ওই পরিবারকে।image
সেন্ট্রাল সিভিল সার্ভিসেস (পেনশন) বিধি 54 এর অধীনে পেনশনভোগীর মৃত্যুর পরে পেনশন পাওয়ার যোগ্য ব্যক্তিদের নির্ধারণ করা হয়। এর মধ্যে রয়েছে পেনশনভোগীর জীবনসঙ্গী যার মধ্যে স্বামী বা স্ত্রী, পেনশনভোগীর সন্তান, পেনশনভোগীর পিতা-মাতা বা অভিভাবক এবং পেনশনভোগীর প্রতিবন্ধী ভাইবোন রয়েছে।
একই সঙ্গে পেনশন নিয়েও অনেকের মনে এই প্রশ্ন আসে। পেনশনভোগীর মেয়ে কি স্ত্রীর পরিবর্তে পেনশন পেতে পারে? পিতার পেনশন সংক্রান্ত কোনও বিধান আছে কি? এই বিষয়ে কি কোনও আলাদা নিয়ম রয়েছে।
সেন্ট্রাল সিভিল সার্ভিসেস (পেনশন) বিধি 2021 অনুসারে, কন্যা তার বাবার পেনশন পাওয়ার অধিকারী। বিবাহিত ও বিধবা কন্যারা পারিবারিক পেনশন পেতে পারেন। তবে এর জন্য কিছু ভিন্ন নিয়ম রয়েছে।
একটি মেয়ে বিয়ে না হওয়া পর্যন্ত বা চাকরি না পাওয়া পর্যন্ত পারিবারিক পেনশন পাওয়ার যোগ্য। কিন্তু মেয়ে মায়ের মতো শারীরিকভাবে প্রতিবন্ধী হলে তিনি পেনশন পেতে থাকেন। নিয়ম অনুযায়ী, একজন বিধবা বা বিবাহবিচ্ছিন্না কন্যা আজীবন পেনশন পেতে পারেন।7
- - - - - - - - - Advertisement - - - - - - - - -