Investment Tips : কোথায় বিনিয়োগ করলে লাভের মুখ দেখতে পারেন ?
ভবিষ্যৎ সুনিশ্চিত করতে আগাম আর্থিক পরিকল্পনা প্রয়োজন। কারণ, বিপদে-আপদে এই সঞ্চয়ের টাকাই কাজে আসে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅনেকেই উপার্জনের টাকা কোথাও বিনিয়োগ করতে চায়। কিছু লোক বিনিয়োগের জন্য FD-RD-এর সাহায্য নেয়, আবার কিছু লোক সোনায় বিনিয়োগ করতে পছন্দ করে।
বর্তমানে অনেকেই শেয়ার বাজারে বিনিয়োগ করে।
এগুলি ছাড়াও এমন অনেক নতুন মাধ্যম রয়েছে, যেখানে বিনিয়োগকারীরা বিনিয়োগ করে বাম্পার মুনাফা অর্জন করতে পারে।
বিনিয়োগের অনেক বিকল্প রয়েছে ৷ বিনিয়োগকারীরা রিয়েল এস্টেটে অল্প পরিমাণে বিনিয়োগ করতে পারেন।
এর আওতায় একটি কোম্পানি স্পন্সর হবে। একটি পুল তৈরি করে রিয়েল এস্টেটে বিনিয়োগ করা হবে। কোম্পানি সেই পুলের ইউনিট গঠন করবে এবং বিনিয়োগকারী এতে বিনিয়োগ করতে পারবে।
বিনিয়োগকারীরা বন্ডে বিনিয়োগ করতে পারে। দীর্ঘ সময় ধরে বন্ডে বিনিয়োগ করে ভাল রোজগার হয়। এছাড়া আইপিও আসার আগেই টাকা আইপিওতে বিনিয়োগ করা যায়।
কিছু বিনিয়োগকারী আছে, তারা আইপিও আসার আগেই তাদের শেয়ার বিক্রি করে দেয়। এমন পরিস্থিতিতে আইপিওর আগে অন্য বিনিয়োগকারীরা ওই কোম্পানির শেয়ার নেওয়ার সুযোগ পায়।
স্টার্ট আপগুলিতে বিনিয়োগ করতে পারেন। আজকাল এমন অনেক প্ল্যাটফর্ম রয়েছে যেখানে স্টার্ট-আপগুলি নিজেদের নিবন্ধন করতে পারে।
সেখানে স্টার্ট আপ কোম্পানিগুলো নিজেদের সম্পর্কে সবকিছু বলে। একটি গ্রুপ গঠন করে স্টার্ট-আপে বিনিয়োগ করা যেতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -