Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Term InSurance: টার্ম ইনস্যুরেন্স কেনার আগে মাথায় রাখুন এই বিষয়, না হলে সমস্যায় পড়বেন
গত কয়েক বছরে জীবন বিমা পলিসি কেনার বিষয়ে মানুষের মধ্যে অনেক সচেতনতা বেড়েছে। টার্ম ইনস্যুরেন্স বা মেয়াদি বিমা জীবন বিমা পলিসির একটি অংশ। যা মৃত্যুর পরে পলিসিধারকের পরিবারকে বড় বিমা কভারেজ দিতে সাহায্য করে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজকাল বাজারে এমন অনেক বিমা কোম্পানি রয়েছে, যারা মেয়াদি বিমা বা টার্ম ইনস্যুরেন্স পলিসি বিক্রি করে। কিন্তু, অনেক সময় বোঝা যায় না যে টার্ম ইন্স্যুরেন্স কেনার সময় কী কী বিষয় মাথায় রাখা উচিত।
আপনি যদি টার্ম ইন্স্যুরেন্স কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে কিছু বিষয় খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আপনি মেয়াদি বিমার সম্পূর্ণ সুবিধা পাবেন ও এটি আপনার সব চাহিদা পূরণ করবে।
মেয়াদি বিমা বা টার্ম ইনস্যুরেন্স কেনার সময় আপনার পরিবারের প্রয়োজনের কথা মাথায় রাখুন। বর্তমান ও ভবিষ্যৎ চাহিদার কথা মাথায় রেখে মেয়াদি বিমা কিনুন। অনেকবার দেখা গেছে, কোনও ব্যক্তি মেয়াদি বিমা কিনলেও তা তাদের চাহিদা অনুযায়ী যথেষ্ট নয়। আর্থিক বিশেষজ্ঞদের মতে, মেয়াদি বিমা আপনার বার্ষিক আয়ের কমপক্ষে 9 থেকে 10 গুণ হওয়া উচিত।
পলিসি কেনার সময় খেয়াল রাখুন আপনার বয়সের বিষয়ে। আপনি যদি অল্প বয়সে পলিসিটি কিনে থাকেন, তাহলে এর মেয়াদ আরও বেশি রাখুন।
টার্ম ইন্স্যুরেন্স নেওয়ার সময় অনেকেই রোগ সম্পর্কে তথ্য দেয় না। এই ধরনের কাজ করবেন না। আপনি যদি ইতিমধ্যেই কোনও ধরনের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগছেন, তাহলে আগে থেকেই বিমা কোম্পানিকে তা জানান। এর মাধ্যমে পরবর্তীতে ক্লেইম নেওয়ার সময় আপনাকে কোনও ধরনের সমস্যায় পড়তে হবে না।
মেয়াদি বিমা বা টার্ম ইনস্যুরেন্স কেনার সময় আপনার কেবল সেই কোম্পানি বেছে নেওয়া উচিত, যার দাবি নিষ্পত্তির অনুপাত বেশি। এর ফলে পরবর্তীকালে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে আপনার পরিবারকে কোনও ধরনের সমস্যায় পড়তে হবে না।
Term Insurance: করোনা সঙ্কটের পর টার্ম ইনস্যুরেন্স প্ল্যান কেনার সংখ্যা বেড়েছে। এর সবচেয়ে বড় কারণ, বিমাকারীর অনুপস্থিতিতে কম প্রিমিয়ামে পুরো পরিবারকে বিমা কভারেজ দেয় এই টার্ম ইনস্যুরেন্স। তাই টার্ম ইনস্যুরেন্স নেওয়ার সিদ্ধান্তের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না; ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।
প্রথমত, টার্ম পলিসি কী তা বোঝা খুবই প্রয়োজন। মেয়াদী বিমা বা টার্ম ইনস্যুরেন্স সীমিত সময়ের জন্য একটি নির্দিষ্ট টাকার বিনিময়ে কভারেজ দিয়ে থাকে। যদি পলিসি হোল্ডারের পলিসির মেয়াদের মধ্যে মৃত্য ঘটে তাহলে বিমার টাকা নমিনিকে দেওয়া হয়। এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ যে মেয়াদী বিমা একটি বিনিয়োগ নয়। পলিসি হোল্ডারের মৃত্যুর পর তার পরিবার এর সুবিধা পায়
বিমার পরিমাণ ঠিক করার সময় আপনার আয়ের উৎস, বর্তমান ঋণ ও দায়, নির্ভরশীল পরিবারের সদস্য, শিশুদের উচ্চ শিক্ষা, তাদের বিয়ে, অবসর গ্রহণ ইত্যাদি বিষয়গুলি বিবেচনা করা উচিত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -