Atrangi Re:‘অন্তরঙ্গী রে’ সিনেমার মিউজিক লঞ্চ অনুষ্ঠানে সারার সঙ্গে খুনসুটিতে মাতলেন অক্ষয় কুমার
সোমবার অনুষ্ঠিত হল আসন্ন সিনেমা অন্তরঙ্গী রে-র মিউজিক লঞ্চ ইভেন্ট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই ইভেন্টে দেখা গেল সারা আলি খান, অক্ষয় কুমার, সিনেমার পরিচালক আনন্দ এল রাই ও সঙ্গীত পরিচালক এ আর রহমানকে।
মিউজিক লঞ্চ ইভেন্টে সারা আলি খানের সঙ্গে মজায় মেতে উঠতে দেখা গেল অক্ষয় কুমারকে।
তাঁদের এই খুনসুটি ক্যামেরায় ধরা পড়েছে।
অক্ষয় কুমার ও সারা আলি খান-দুজনকেই বেশ খোলামেলা হাসিখুশি মেজাজে দেখা গেল।
মিউজিক লঞ্চ ইভেন্টে ছিলেন পরিচালক আনন্দ এল রাই ও এআর রহমানও।
বড়দিনের ঠিক একদিন আগে আগামী ২৪ ডিসেম্বর অন্তরঙ্গী রে সিনেমা মুক্তি পাবে।
এই সিনেমার দুটি গান আগেই মুক্তি পেয়েছে।
আর দুটি গানই ইতিমধ্য়ে বেশ জনপ্রিয়তা পেয়েছে।
অন্তরঙ্গী রে সিনেমায় অক্ষয় কুমার ও সারা আলি খানের সঙ্গে সঙ্গে দক্ষিণী তারকা ধনুষকেও দেখা যাবে।
সারার স্বামীর চরিত্রে অভিনয় করছেন ধনুষ।
কিছুদিন আগে সারা একাই সিনেমার প্রোমোশনের কাজে ছিলেন। কিন্তু এখন রামসেতু-র শ্যুটিং শেষ করে অক্ষয় কুমার মুম্বইতে ফিরেছেন।
এবার তিনি সারার সঙ্গে সিনেমার প্রোমোশনের কাজে যুক্ত হয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -