Small Saving Schemes: দেশের প্রধানমন্ত্রী বিনিয়োগ করেছেন এই সরকারি প্রকল্পে, রইল স্কিমের নাম ও সুবিধা
খোদ দেশের প্রধানমন্ত্রী বিনিয়োগ করেছেন এই সরকারি স্কিমে। সেই কারণে এই সরকারি প্রকল্পের ওপর আস্থা রাখতে পারেন আপনিও। পোস্ট অফিসের এই স্বল্প সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করে বিপুল রিটার্ন পেতে পারেন আমানতকারী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএমনিতেই পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি বিনিয়োগের ক্ষেত্রে রয়েছে চমৎকার রিটার্ন। এই স্কিমগুলিতে আপনি কেবল বিনিয়োগের উপর আরও ভাল রিটার্ন পাবেন না ,সঙ্গে রয়েছে কর ছাড়ের সুবিধা।
এই কারণেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বিনিয়োগের জন্য ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)উপর সবচেয়ে বেশি নির্ভর করেন। মনে রাখবেন, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)এর টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করা হয় না। তাই ন্যাশনাল সেভিংস স্কিমে(NSC)বিনিয়োগে বাজারের অস্থিরতার কোনও প্রভাব পড়ে না।
প্রধানমন্ত্রীর অফিসের ওয়েবসাইটে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদি পোস্ট অফিসে জাতীয় সঞ্চয় শংসাপত্রে (NSC) 9,05,105 টাকা জমা দিয়েছেন। কারণ তিনি এই স্কিমে বেশি বিশ্বাস করেন।
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NPS) এর ম্যাচুরিটির মেয়াদ 5 বছর। বর্তমানে NSC-তে 6.80 শতাংশ সুদ পাওয়া যাচ্ছে। যা এফডির চেয়ে ঢের বেশি।
এ ছাড়াও NSC-তে বিনিয়োগের উপর আয়কর আইনের 80C-এর অধীনে, বার্ষিক 1.5 লক্ষ টাকার বিনিয়োগে কর ছাড় পাবেন বিনিয়োগকারী। এ ছাড়াও, মেয়াদপূর্তির পর অর্জিত সুদের উপর কোনও কর দিতে হবে না।
আপনি NSC-তে যত খুশি বিনিয়োগ করতে পারেন, কারণ সেখানে সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে কেউ 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা ও তার বেশি মূল্যের শংসাপত্র কিনতে পারেন।
বর্তমানে একই এনএসসিতে ৬ দশমিক ৮ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে, তবে মনে করা হচ্ছে, সেপ্টেম্বরের শেষ নাগাদ অর্থ মন্ত্রক ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়ানোর ঘোষণা করতে পারে। যার পর জাতীয় সঞ্চয়পত্রের সুদের হার বাড়বে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর ওয়েবসাইট অনুসারে,৩১ মার্চ ২০২২ পর্যন্ত প্রধানমন্ত্রীর কাছে ৩৫,২৫০ টাকা নগদ ছিল। পাশাপাশি তিনি ৯,০৫,১০৫ টাকা পোস্ট অফিসে জাতীয় সঞ্চয় শংসাপত্রে (NSC)জমা দিয়েছেন। এ ছাড়াও, ১,৮৯,৩০৫ টাকার একটি বিমা পলিসি রয়েছে নরেন্দ্র মোদির৷
এক বছর আগের তুলনায় পিএম মোদির সম্পদ বেড়েছে ২৬.১৩ লক্ষ টাকা। এক বছর আগেও তার স্থাবর সম্পদ ছিল ১.১ কোটি টাকা, যা আর নেই। বন্ড, মিউচুয়াল ফান্ড ও শেয়ারে প্রধানমন্ত্রীর কোনও বিনিয়োগ নেই। এমনকী প্রধানমন্ত্রীর ব্যক্তিগত গাড়িও নেই তবে তার কাছে ১.৭৩ লাখ টাকা মূল্যের চারটি সোনার আংটি রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -