Ishant Sharma Birthday: লাথি মেরে ঘুম ভাঙিয়ে জাতীয় দলে সুযোগ পাওয়ার খবর দেন সতীর্থ কোহলি, জন্মদিনে অজানা ইশান্ত
শুক্রবার, ২ সেপ্টেম্বর ভারতীয় দলের পেসার ইশান্ত শর্মার জন্মদিন। ৩৪ বছর পূর্ণ করলেন দিল্লির ডানহাতি পেসার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউচ্চতা ৬ ফিট ৪ ইঞ্চি। ভারতীয় দলের জার্সিতে এত লম্বা ক্রিকেটার বড় একটা খেলেননি।
মাত্র ১৪ বছর বয়সে ক্রিকেট খেলা শুরু করেন ইশান্ত। ১৮ বছর বয়সে দিল্লির হয়ে রঞ্জি অভিষেক হয় তাঁর।
অস্ট্রেলিয়ার কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার ভক্ত ইশান্ত। একাধিক সাক্ষাৎকারে সে কথা জানিয়েওছেন।
প্রথম আইপিএলে সাড়ে ৯ কোটি টাকা দিয়ে তাঁকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। তিনিই ছিলেন বোলারদের মধ্যে সবচেয়ে দামী।
বিরাট কোহলি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ইশান্ত যখন প্রথমবার ভারতীয় দলে ডাক পান, সেই সময় ডানহাতি পেসার ঘুমোচ্ছিলেন। সময়টা ছিল বিকেল। সতীর্থের ঘুম ভাঙাতে রীতিমতো লাথি মারতে হয়েছিল কোহলিকে।
বান্ধবী তথা জাতীয় বাস্কেটবল দলের খেলোয়াড় প্রতিমা সিংহকে বিয়ে করেছিলেন ইশান্ত।
২০১১-১২ মরসুমে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘণ্টায় ১৫২.২ কিলোমিটার গতিতে একটি বল করেছিলেন ইশান্ত। তাঁর কেরিয়ারের দ্রুততম ডেলিভারি।
ভারতের হরয়ে ১০৫টি টেস্ট ম্যাচে ৩১১ উইকেট রয়েছে ইশান্তের। ৮০টি ওয়ান ডে ম্যাচে রয়েছে ১১৫টি উইকেট।
জাতীয় দলের হয়ে ১৪টি টি-টোয়েন্টিও খেলেছেন ইশান্ত। নিয়েছেন ৮ উইকেট। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৪৩৪ উইকেট রয়েছে দিল্লির পেসারের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -