SFI Rally : নীল আকাশে মিশেছে লাল-সাদা নিশান, পায়ে পায়ে ঝড় SFI-এর, দুর্নীতির বিরুদ্ধে পথে পড়ুয়ারা
জেলা থেকে শহর, গলি থেকে রাজপথ, যতদূর চোখ যায় কোথাও লাল নিশান, কোথাও SFI এর সাদা পতাকা। শিক্ষায় নিয়োগ দুর্নীতির প্রতিবাদে আজ শহরে এসএফআই এর মেগা Rally.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশিক্ষা বাঁচাও রাজ্য বাঁচাও, এই স্লোগানকে সামনে রেখে দুর্নীতিমুক্ত শিক্ষা এবং দুর্নীতিমুক্ত নিয়োগের দাবিতে আজ কলেজস্ট্রিটে সমাবেশ রয়েছে এসএফআই-এর।
সেই সমাবেশে যোগ দিতে শহরের দিক দিক থেকে আসছে মিছিল। জেলা থেকেও বিরাট পদযাত্রা করে কলেজ স্ট্রিটের উদ্দেশে এগোচ্ছে ছাত্রছাত্রীরা। হাতে নিশান, মুখে স্লোগান।
হাতে ব্যানার 'এদেশের বুকে আঠারো আসুক নেমে' ! শিক্ষাক্ষেত্রে যাবতীয় দুর্নীতির বিরুদ্ধে আজ পা মেলাচ্ছেন SFI সমর্থকরা।
হাওড়া - কলকাতা সংযোগকারী হাওড়া ব্রিজ ধরে এগোচ্ছে মিছিল। এ মিছিলের শেষ কোথায় দেখা যাচ্ছে না। পড়ুয়াদের মুখে মূল স্লোগান, শিক্ষাকে বিক্রি হতে দেব না ।
শিয়ালদা, হাওড়া ও শ্যামবাজার থেকে তিনটি মিছিল আসছে সমাবেশস্থলে। শ্যামবাজার থেকে শুরু হওয়া মিছিলে বাম ছাত্র -যুবদের ভিড় নজরকাড়া।
বয়সকে তোয়াক্কা না করে মাথায় চড়া রোদ নিয়ে পথে নেমেছেন অপেক্ষাকৃত বয়সে বড়রাও। কর্মীদের গলায় স্লোগান। সমাবেশে মূল বক্তা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
গত সোমবার মেয়ো রোডে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জনসভায় তৃণমূল ছাত্র পরিষদ শক্তি প্রদর্শন করেছে। মঞ্চ থেকে দলনেত্রী চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছিলেন, আর কেউ যদি পারে এমন সমাবেশ করে দেখাক। ' আজকের এই সমাবেশ ইতিহাস গড়বে ' , দাবি বাম ছাত্র নেতা সৃজন ভট্টচার্যের।
আজকের মিছিলে এসএফআই একদিকে যেমন শিক্ষার বেসরকারিকরণের বিরোধিতা করছে, তেমনই দাবি তুলেছে জাতীয় শিক্ষানীতি বাতিলের। নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে উঠেছে স্লোগান। দুর্নীতিগ্রস্তদের গ্রেফতারির দাবি উঠেছে মিছিল থেকে।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে শুরু হয়েছে ছাত্র সমাবেশ । ইতিমধ্যেই সেখানে হাজার হাজার পড়ুয়াদের ভিড়। হচ্ছে পথনাটিকা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -