Post Office: পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্প, জেনে নিন কোন স্কিমে কত সুদ
বেসরকারি ব্যাঙ্কের থেকেও বেশি সুদ পাবেন পোস্ট অফিসের (Post Office) অনেক স্কিমে। ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) থেকে সেভিংস (Savings) অনেক ক্ষেত্রে সরকারি বেসরকারি ব্যাঙ্ককে (Bank) পিছনে ফেলে দেবে পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্প। জেনে নিন, কোন স্কিমে কী সুদ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারত সরকার পর্যায়ক্রমে পোস্ট অফিস ডিপোজিট স্কিমের (Post Office Savings Scheme) জন্য সুদের হার (Interest Rates) নির্ধারণ করে। ইন্ডিয়া পোস্টের (India Post) দেওয়া এই বিনিয়োগ পরিকল্পনাগুলি নিশ্চিত রিটার্নের পাশাপাশি ঝুঁকিমুক্ত।
পোস্ট অফিস এফডি-তে সুদের হার 6.80 শতাংশ থেকে পরিবর্তিত হয়েছে৷ এখন তা 7.50 pa. থেকে বিনিয়োগকারীদের ধারাবাহিক বৃদ্ধি দিচ্ছে। ন্যাশনাল সেভিংস ইনস্টিটিউট কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক বিভাগের অধীনে ইন্ডিয়া পোস্টের দেওয়া এই স্কিমগুলি পরিচালনা করে।
1) পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট: এই সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছরে 4 শতাংশ সুদের হার দেওয়া হয়। মনে রাখবেন, এই সুদ সম্পূর্ণ করযোগ্য, তবে কোনও টিডিএস (ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স) কাটা হবে না।
2) 5-বছরের পোস্ট অফিস রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট (RD): 5 বছরের একটি নির্দিষ্ট মেয়াদের সঙ্গে আপনি 100 টাকা থেকে শুরু করে মাসিক আমানত জমা করতে পারেন। এতে বছরে 6.5 শতাংশ হারে সুদ পেতে পারেন। সুদ ত্রৈমাসিক হারে চক্রবৃদ্ধি হয়।
3) পোস্ট অফিস টাইম ডিপোজিট অ্যাকাউন্ট (TD): এটি একটি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের মতো, যার মেয়াদ 1 বছর থেকে 5 বছর পর্যন্ত। সুদ ত্রৈমাসিক গণনা করা হয় কিন্তু বার্ষিক পরিশোধ করা হয়। এখানে Q2 FY 2023-24 (জুলাই থেকে সেপ্টেম্বর 2023) এর সুদের হারগুলি রয়েছে: এক বছরের অ্যাকাউন্টের জন্য 6.9 শতাংশ, দুই- এবং তিন বছরের অ্যাকাউন্টের জন্য 7 শতাংশ এবং পাঁচ বছরের অ্যাকাউন্টের জন্য 7.5 শতাংশ৷
4) পোস্ট অফিস মাসিক আয় স্কিম অ্যাকাউন্ট (MIS): একটি কম-ঝুঁকিপূর্ণ বিনিয়োগ স্কিম যা সুদের অর্থের মাধ্যমে নিয়মিত মাসিক আয় দেয়। বর্তমান সুদের হার 7.40 শতাংশ প্রতি বছরে। এতে পাঁচ বছরের লক-ইন পিরিয়ড রয়েছে।
5) সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS): এই সরকার-সমর্থিত অবসর স্কিম। এককালীন আমানতের জন্য এই স্কিম। Q2 FY 2023-24-এর সুদের হার হল 8.2 শতাংশ ত্রৈমাসিক ভিত্তিতে দেওয়া হয়।
6) 15-বছরের পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট (PPF): অনেক বেতনভোগী ব্যক্তিদের জন্য একটি জনপ্রিয় বিনিয়োগ ও অবসরের হাতিয়ার এই স্কিম। PPF ধারা 80C এর অধীনে প্রতি আর্থিক বছরে 1.5 লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড় দেয়। এতে সুদের হার 7.1% p.a., বার্ষিক চক্রবৃদ্ধি ও অর্জিত সুদ করমুক্ত।
7) ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC): পাঁচ বছরের মেয়াদের সঙ্গে NSC 7.7 শতাংশ p.a. সুদের হার অফার করে, বার্ষিক চক্রবৃদ্ধি, এবং মেয়াদপূর্তির সময় টাকা দেওয়া হয়।
8) কিষাণ বিকাশ পত্র (KVP): KVP-এ বিনিয়োগ করলে 123 মাসে আপনার টাকার পরিমাণ দ্বিগুণ হবে। বর্তমান সুদের হার বার্ষিক ৭ শতাংশ।
9) সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টস (SSA): 10 বছরের কম বয়সী মেয়েদের জন্য ডিজাইন করা হয়েছে এই স্কিম। SSA 8 শতাংশ p.a. সুদের হার অফার করে। সুদ বার্ষিক গণনা করা হয় ও বার্ষিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -