Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Post Office Scheme: ১২০ মাসের পরিবর্তে এবার টাকা দ্বিগুণ হবে ১১৫ মাসে, পোস্ট অফিসের দারুণ স্কিম
বাজারে অনেক বিনিয়োগের বিকল্প থাকলেও আজও দেশের একটা বড় অংশ ব্যাঙ্ক, পোস্ট অফিস বা এলআইসি স্কিমে বিনিয়োগ করতে পছন্দ করেন। পোস্ট অফিসে এমন একটি বিনিয়োগের প্রকল্প রয়েছে যেখানে টাকা জমিয়ে দ্রুত আপনি অর্থ দ্বিগুণ করতে পারবেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই প্রকল্পের নাম কিষাণ বিকাশ পত্র। ১ এপ্রিল, ২০২৩ থেকে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের অধীনে উপলব্ধ সুদের হার ৭.২ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৪ শতাংশ করেছে। সুদের হার বৃদ্ধির পরে এখন এই প্রকল্পের অধীনে জমা অর্থ শীঘ্রই দ্বিগুণ হবে।
কিষাণ বিকাশ পত্র হল কেন্দ্রীয় সরকারের একটি আমানত প্রকল্প। এই স্কিমে বিনিয়োগকারী একবার বিনিয়োগ করে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দ্বিগুণ টাকা পেতে পারেন। এই স্কিমের মাধ্যমে আপনি যেকোনও পোস্ট অফিসে গিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। এই প্রকল্পটি বিশেষভাবে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য ডিজাইন করা হয়েছে। এতে আপনি সর্বনিম্ন ১০০০ টাকা ও সর্বোচ্চ যেকোনও পরিমাণ বিনিয়োগ করতে পারেন।
২০২৩ সালের এপ্রিলে কিষাণ বিকাশ পত্র প্রকল্পের সুদের হার বাড়ানোর সরকারের সিদ্ধান্তের পরে, এই প্রকল্পের আমানত দ্বিগুণ করার সময়কাল এখন কমে গেছে। আগে এই প্রকল্পে টাকা রেখে দ্বিগুণ হতে ১২০ মাস লাগত, এখন কিষাণ বিকাশ পত্রে টাকা মাত্র ১১৫ মাসে দ্বিগুণ হবে।
আপনি যদি এই স্কিমে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে ১১৫ মাস পরে আপনি মেয়াদপূর্তিতে ২০ লক্ষ টাকা পাবেন৷ এই প্রকল্পে সরকার চক্রবৃদ্ধি সুদের হারের সুবিধা দেয়।
আপনি কিষাণ বিকাশ পত্রের অধীনে যেকোনও পোস্ট অফিসে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনি ন্যূনতম ১০০০ টাকা বিনিয়োগ করতে পারেন৷ সর্বাধিক পরিমাণ ১০০ টাকার গুণিতকে বিনিয়োগ করা যেতে পারে।
এই স্কিমের অধীনে একক বা যৌথভাবে দুই বা তিনজন মিলে একটি অ্যাকাউন্ট খুলতে পারে। এই প্রকল্পে KVP-তে ১০ বছরের বেশি বয়সী শিশুদের অ্যাকাউন্ট খোলা যেতে পারে।
যদি একজন KVP অ্যাকাউন্টধারীর মৃত্যু হয়, সেই পরিস্থিতিতে নমিনি অ্যাকাউন্টে জমা করা অর্থ দাবি করতে পারেন।
এর জন্য আপনাকে অ্যাকাউন্টধারীর মৃত্যুর শংসাপত্র ও আপনার আইডি পোস্ট অফিসে জমা দিতে হবে। এর পরে একটি ফর্ম পূরণ করুন ও জমা দিন। সবঠিক জমা পড়লে আপনি শীঘ্রই টাকা দাবি করতে পারবেন।
তাহলে আর দেরি কেন, সরকারি আর্থিক সুরক্ষার সঙ্গে ভাল রিটার্ন পেতে করতেই পারেন পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -