Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Prepaid In Public Transport: বাসে-ট্রেনে এবার প্রিপেডের সুবিধা, কার্ড-ওয়ালেটে দেওয়া যাবে ভাড়া
Prepaid In Public Transport: যাত্রী সুবিধায় এবার দেশজুড়ে বড় পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। নগদের (Cash) পাশাপাশি এবার গণ-পরিবহণে (Public Transport) থাকবে প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্টের সুবিধা(PPI)। কার্ড, মানি ওয়ালেট বা ডিজিটাল পেমেন্ট প্লাটফর্মের মাধ্যমে দেওয়া যাবে বাসে , ট্রেনের ভাড়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)শুক্রবার বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমে টাকা দেওয়ার জন্য অনুমোদিত ব্যাঙ্ক এবং নন-ব্যাঙ্কিং সংস্থাগুলিকে পিপিআই ইস্যু করার অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছে।
কেন্দ্রীয় ব্যাঙ্ক বলেছে, দ্রুত সুরক্ষিত ও সহজ ডিজিটাল পেমেন্টকে উৎসাহিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সারা দেশে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমে দৈনিক ভিত্তিতে বহু যাত্রী চলাচল করেন।
তাদের জন্য অবিলম্বে এই পরিষেবা চালু করার কথা বলেছে রিজার্ভ ব্যাঙ্ক। কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, এমডি-পিপিআই এর অনুচ্ছেদ 10.2 সংশোধন করেই এই আপডেট করা হয়েছে।
প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্টের সহজ উদাহরণ হল মেট্রোর প্রিপেড পরিষেবা। ঠিক যেমন মেট্রোতে আগে কার্ডে টাকা ভরে আপনি সহজেই যাতায়াত করতে পারেন, এরকম পরিষেবা দেশের গণপরিবহণে চালু করতে বলেছে রিজার্ভ ব্যাঙ্ক।
তবে শুধু কার্জ নয় প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট বলতে, স্মার্ট কার্ড, ওয়ালেট,অনলাইন অ্যাকাউন্ট, পেপার ভাউচার, স্টাইপ কার্ডকেও বোঝায়।
ঠিক যেমন -পোনপে, গুগল পে, অ্যামাজন পেকে আমরা পেমেন্ট ওয়ালেট হিসাবে ব্যবহার করি। আগে টাকা রেখে গণপরিবহণে ব্যবহার করা যাবে এই ধরনের ওয়ালেট।
সারা দেশে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমে দৈনিক ভিত্তিতে বহু যাত্রী চলাচল করেন। তাদের জন্য অবিলম্বে এই পরিষেবা চালু করার কথা বলেছে রিজার্ভ ব্যাঙ্ক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -